IQNA

৮৬ দিনে কুরআন হেফজ করে সকলের নজর কেড়েছে বাংলাদেশী শিশু

20:34 - October 14, 2017
সংবাদ: 2604067
বাংলাদেশের ১১ বছরের শিশু ইয়াসিন আরাফাত ৩০ পারা পবিত্র কুরআন নির্ভুলভাবে মুখস্থ করে সকলকে বিস্ময় করেছেন।
৮৬ দিনে কুরআন হেফজ করে সকলের নজর কেড়েছে বাংলাদেশী শিশু

বার্তা সংস্থা ইকনা: নজিরবিহীন এমন কাজটি করে দেখিয়েছে সাংবাদিক পুত্র কিশোর ইয়াসিন আরাফাত খান। তাও মাত্র ৮৬ দিনে। সে দৈনিক মুখস্থ করেছে ৭ পৃষ্ঠা। সাথে এক পারা করে পূর্বপাঠের হাজিরাও দিয়েছে। সমান তালে চালিয়ে গিয়েছে ৫ম শ্রেণীর সাধারণ পড়ালেখা। পেয়েছে বৃত্তি। দখল আছে ক্রীড়া-সাংস্কৃতিক ইভেন্টে।

বর্তমানে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখায় ষষ্ট শ্রেণীতে পড়ছে। ওখানেও মেধার স্বাক্ষর রেখে চলেছে বিস্ময়কর হাফেজইয়াসিন আরাফাত।

এত অল্প দিনে ইয়াসিন আরাফাত কুরআন শরীফ হেফজ করায় বিস্ময় প্রকাশ করেছেন আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা (ইকরা) এর সহ-সভাপতি বিশ্বজয়ী হাফেজে কুরআন কিংবদন্তি ক্বারি আহমদ বিন ইউসুফ আল আজহারী।

তিনি বলেন, আমি প্রায় ৩৭ বছর ধরে পবিত্র কুরআনের খেদমত করে চলেছি। বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করেছি। কিন্তু এমন প্রতিভা দেখিনি, শুনিনি। এটি সত্যিই বিরল প্রতিভা। ইয়াসিন আরাফাত কক্সবাজারের নয়, পুরো দেশের গৌরব-সম্পদ। মুসলিম জাতির গৌরব। সে অনেক বড় হবে।

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার আয়োজনে গত বুধবার রাতে ইয়াসিন আরাফাতকে দেয়া সংবর্ধনায় কথাগুলো বলছিলেন আহমদ বিন ইউসুফ আল আজহারী।

মাত্র সাড়ে ১১ বছর বয়সী ইয়াসিন আরাফাত কুরআন শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও চমকপ্রদ ফলাফল করে চলেছে।

পড়াশোনার পাশাপাশি ইয়াসিন আরাফাত শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক আসরেও প্রথম পুরস্কারসহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

iqna


captcha