IQNA

পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি নতুন করছে সৌদি আরবের কেন্দ্র + ছবি

21:02 - October 14, 2017
সংবাদ: 2604068
আন্তর্জাতিক ডেস্ক: মসজিদুল হারাম ও মসজিদুল নবাবীর (সা.) মুসহাফ ও গ্রন্থ সংকলন কার্যালয় প্রাচীন কুরআন সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি নতুন করছে সৌদি আরবের কেন্দ্র + ছবি
বার্তা সংস্থা ইকনা: উক্ত কার্যালয়ের পক্ষ থেকে নতুন একটি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এই কেন্দ্রটির কাজ হচ্ছে জনগণের নিকটে থাকা পবিত্র কুরআনের ছিন্ন, ধৃত ও ক্ষতিগ্রস্ত পাণ্ডুলিপি নিয়ে সেগুলো পুনরায় ঠিক করা।
পবিত্র কুরআনের প্রাচীন ক্ষতিগ্রস্ত পাণ্ডুলিপিগুলো পুনরায় তিলাওয়াতের উপযোগী করে সেগুলো জনগণের হাতে তুলে দিচ্ছে এই কেন্দ্র।
iqna




captcha