IQNA

সিরিয়ায় আইএসের আস্তানা থেকে ইসরাইল ও ন্যাটোর অস্ত্র উদ্ধার

18:58 - October 20, 2017
সংবাদ: 2604119
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দেইর আয-যোহরের কৌশলগত শহর মায়েদিনে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি থেকে ইসরাইলের তৈরি বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহরটি আইএসের দখল থেকে মুক্ত করার পর এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা ইকনা: একজন ফিল্ড কমান্ডারের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সানা’ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের তৈরি মধ্যম, ভারি এবং হালকা অস্ত্রের পাশাপাশি পূর্ব ইউরোপের দেশগুলো এবং ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্রও উদ্ধার করা হয়।

সিরিয়ার ফিল্ড কমান্ডার জানান, মর্টার, গোলন্দাজ বাহিনীর জন্য ব্যবহৃত সরঞ্জাম, সাঁজোয়া যান ধ্বংস করার কাজে ব্যবহৃত ব্যাপক পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। এ ছাড়া, ন্যাটোর ৪০ কিমি পাল্লার একটি ১৫৫ এমএম ভারি কামান পাওয়া গেছে।

সিরিয়ার সন্ত্রাসীদের আস্তানা থেকে এর আগেও ইহুদিবাদী ইসরাইলের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। পূর্বাঞ্চলীয় প্রদেশে হোমসের জিব আল-জারেহ্‌ অঞ্চল থেকে কয়েকদিন আগেই ব্যাপক পরিমাণে গোলাবারুদসহ ইসরাইলি কামান উদ্ধার করা হয়েছে। আরটিএনএন
captcha