IQNA

স্পেনে "কুরআন এবং মানবাধিকার" প্রদর্শনী

20:07 - October 22, 2017
সংবাদ: 2604131
আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের রাজধানী মাদ্রিদে ২০শে অক্টোবর "কুরআন ও মানবাধিকার" শিরনামে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। উক্ত প্রদর্শনীতে হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস এবং পবিত্র কুরআনের আয়াতের ২০টি শিল্প দর্শনার্থীদের প্রদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
স্পেনে
বার্তা সংস্থা ইকনা: কাতারের জাতীয় মানবাধিকার কমিটি (NHRC)-এর পক্ষ থেকে স্পেনের রাজধানী মাদ্রিদে "ইসলামে মানবাধিকার" প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত প্রদর্শনের ২২শে অক্টোবর শেষ হবে। মানবাধিকারের প্রতি গুরুত্বারোপ করার জন্য মানবাধিকারের বিষয়ে হযরত মুহাম্মাদ (সা.)এর হাদিস এবং পবিত্র কুরআনের আয়াতের ২০টি শিল্প উপস্থাপন করা হয়েছে।
কাতারের জাতীয় মানবাধিকার কমিটির সভাপতি আলী আল মারি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বলেন: এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীদের মাঝে পৃথিবীতে মানুষের গুরুত্ব এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে কথোপকথনের গুরুত্বের কথা তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য, পবিত্র কুরআনে মানবাধিকারের উপর অনেক আয়াত নাযিল হয়েছে।
iqna



captcha