IQNA

টেক্সাসে বৃদ্ধি পাচ্ছে হালাল রেস্টুরেন্ট

20:48 - October 22, 2017
সংবাদ: 2604132
আন্তর্জাতিক ডেস্ক: ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের রেস্টুরেন্টসমুহে হালাল খাদ্যের তালিক যুক্ত করা হয়েছে।
টেক্সাসে বৃদ্ধি পাচ্ছে হালাল রেস্টুরেন্ট
বার্তা সংস্থা ইকনা: আমেরিকায় বিশেষ করে টেক্সাসের ডলাস শহরে মুসলিম অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য উক্ত শহরের অধিকাংশ রেস্টুরেন্টসমুহে হালাল খাদ্যের তালিক যুক্ত করা হয়েছে।
এরফলে সেদেশে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাচ্ছে এবং মুসলিম অতিথিদের আপ্যায়নের মধ্যে ইসলাম বিদ্বেষীদের প্রতিরোধ করা সক্ষম হচ্ছে।
একটি দ্রাবক গাইড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, টেক্সাস প্রদেশে মোট ১১১৪টি হালাল রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে শুধুমাত্র ডলাস শহরে ২৮৭টি হালাল রেস্টুরেন্ট রয়েছে। প্লান ও রিচার্ডসন শহরে KFC-র মতো বিখ্যাত হোটেলও নিজেদের খাদ্যের তালিকায় হালাল খাদ্যের মেনু যুক্ত করেছে।
২০০৫ সালে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় ৩৩ লাখ মুসলমান জীবন যাপন করছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য সেদেশের হালাল রেস্টুরেন্টের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
iqna



captcha