IQNA

রোহিঙ্গা মুসলমানদের জন্য স্কটিশ মুসলিম নারীদের সাহায্য

22:22 - October 23, 2017
সংবাদ: 2604147
আন্তর্জাতিক ডেস্ক: স্কটল্যান্ডের ফালকার্ক শহরের মুসলমান নারীদের একটি দল রোহিঙ্গা মুসলমানদের সাহায্য প্রদানের জন্য ১৩০০ পাউন্ড সংগ্রহ করেছেন।
রোহিঙ্গা মুসলমানদের জন্য স্কটিশ মুসলিম নারীদের সাহায্য

বার্তা সংস্থা ইকনা: স্কটল্যান্ডে রেইনবো নামে প্রসিদ্ধ এই নারী দলটি অর্থ সংগ্রহের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বমণ্ডলী এবং সিটি কাউন্সিল এবং ফালক্কি চার্চ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য এবং ফালকার্কের প্রতিনিধি "জন ম্যাক ইনালী" বলেন: এই অনুষ্ঠানের মাধ্যমে স্কটিশের নাগরিকগণ রোহিঙ্গা মুসলমানদের করুন পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে পেরেছে।

রেইনবো সংগঠনের সভাপতি সামিনা আলী বলেন: সংগৃহীত অর্থ রোহিঙ্গা মুসলমানদের হাতে পৌঁছে দেয়ার জন্য ব্রিটিশ ইসলামী ত্রাণ সমিতির নিকট হস্তান্তর করা হয়েছে।

মিয়ানমারে মুসলিম বিরোধী অভিযানের ফলে লাখ লাখ মুসলমান সেদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২৫শে আগস্টে সেনা অভিযানের ফলে ৫ লাখ ৮২ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

iqna


captcha