IQNA

ইমাম মাহদীকে(আ.) ইমামে মানসুর বলা হয় কেন?

14:33 - October 24, 2017
সংবাদ: 2604148
ইমাম মাহদী(আ.) যেহেতু মহানবীর দ্বীনকে বাচাতে আসবেন এবং মানুষকে সকল প্রকার নির্যাতন থেকে মুক্তি দিবেন এজন্যই তাকে ইমামে মানসুর তথা সাহায্যকারী বলা হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জামানার প্রসিদ্ধ উপাধিসমূহ হচেছ: মাহদী. কায়েম, মুনতাযার, বাকিয়াতুল্লাহ, হুজ্জাত, খালাফে সালেহ, মানসুর, সাহেবুল আমর, সাহেবুয্ যামান এবং ওলী আসর আর সর্বাধিক প্রসিদ্ধ হল মাহদী৷

মহান ইমামকে "মাহদী" বলা হয়েছে৷ কারণ তিনি নিজে হেদায়েত প্রাপ্ত এবং অন্যদেরকে সঠিক পথে হেদায়েত করবেন৷ তাঁকে "কায়েম" বলা হয়েছে৷ কেননা তিনি সত্যের জন্য সংগ্রাম করবেন৷ তাঁকে "মুনতাযার" বলা হয়েছে৷ কেননা সকলেই তাঁর জন্য অপেক্ষা করে আছে৷ তাঁকে "বাকিয়াতুল্লাহ" বলা হয়েছে৷ কেননা তিনি হচেছন আল্লাহর হুজ্জাত এবং গচ্ছিত শেষ সম্পদ৷

"হুজ্জাত" অর্থাৎ সৃষ্টির প্রতি আল্লাহর স্পষ্ট দলিল এবং "খালাফে সালেহ"-এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়ালিগণের উত্তরাধিকারী৷ তিনি "মানসুর" কেননা আল্লাহ তাঁকে সাহায্য করবেন৷ তিনি "সাহেবুল আমর" কেননা ঐশী ন্যায়পরায়ণ সরকার গঠনের দায়িত্ব তাঁর উপর ন্যান্ত হয়েছে৷ তিনি "সাহেবুয্ যামান" এবং "ওয়ালি আসর" কেননা তিনি হচ্ছেন তাঁর সময়ের একছত্র অধিপতি৷

ইমাম মাহদী(আ.) ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নেয়াসহ মানুষকে সকল প্রকার সমস্যা থেকে পরিত্রাণ দিবেন এজন্যই তাকে মানসুর বলা হয়।

ইমাম মাহদী, ইমাম হুসাইন (আ.)-এর নবম বংশধর৷ তিনি মক্কা শরিফে আবির্ভূত হবেন এবং তাঁর হাতে থাকবে রাসূল (সা.)-এর ঝাণ্ডা৷ তিনি সংগ্রামের মাধ্যমে আল্লাহর দ্বীনকে রক্ষা করবেন ও আল্লাহর শরিয়তকে সারাবিশ্বে প্রচলিত করবেন৷ এ পৃথিবী অন্যায় অত্যাচারে পরিপূর্ণ হওয়ার পর তিনি তা ন্যায়-নীতিতে পরিপূর্ণ করবেন (মুনতাখাবুল আছার দ্বিতীয় অধ্যায় পৃ.-২৩৯-২৮৩)৷ শাবিস্তান
captcha