IQNA

‘ইরানের সঙ্গে কখনোই সম্পর্ক ছিন্ন করবে না হামাস’

14:46 - October 24, 2017
সংবাদ: 2604150
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আলোচনার পূর্বশর্ত হিসেবে তারা কখনোই ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না। ইরান সফররত হামাসের উপ প্রধান সালেহ আল-আরুরি তেহরানে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন।
‘ইরানের সঙ্গে কখনোই সম্পর্ক ছিন্ন করবে না হামাস’
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হামাসের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল নিয়ে বর্তমানে তেহরান সফর করছে আরুরি। তিনি এরইমধ্যে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ও সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিবৃতিতে আরুরি বলেন, ইহুদিবাদী ইসরাইল হামাসের সঙ্গে আলোচনার শুরু করার জন্য তিনটি শর্ত দিয়েছে। এগুলো হচ্ছে- হামাসকে নিরস্ত্র হতে হবে, ইহুদিবাদী ইসরাইলকে স্বীকৃতি দিতে হবে এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।

তিনি বলেন, "হামাসকে নিরস্ত্র হওয়ার প্রথম শর্তের ব্যাপারে আমরা জানিয়ে দিয়েছি, আমরা এই দাবি কোনো অবস্থায় মেনে নেব না।” এ ছাড়া, ইসরাইলকে স্বীকৃতি দেয়ার দ্বিতীয় পূর্বশর্তও তারা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন।

হামাসের উপ প্রধান আরুরি আরো বলেন, "আমাদের এই ইরান সফর প্রমাণ করছে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার তৃতীয় যে শর্ত তেল আবিব দিয়েছে তাও আমরা প্রত্যাখ্যান করছি।”
iqna
captcha