IQNA

আলী আব্দুল্লাহ সালেহের গার্ড বাহিনীর প্রধান নিহত

1:05 - December 08, 2017
সংবাদ: 2604503
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর প্রধান "মেজর জেনারেল মেহেদী" নিহত হয়েছে।

আলী আব্দুল্লাহ সালেহের গার্ড বাহিনীর প্রধান নিহত

বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে সাবেক প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর অন্তত দুজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত এবং একজন আত্মসমর্পণ করেছেন।

ইয়েমেনের অদূরে অবস্থিত রমহ হামিদ গ্রামে আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর প্রধান "মেজর জেনারেল মেহেদী" নিহত হয়েছে।

বর্তমানে মেহেদীর লাশ সানার আল-কুয়েত হাসপাতালে রাখা হয়েছে। 

এছাড়াও আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয় সালেহর ভাইপো ও ঘনিষ্ঠ শীর্ষ কমান্ডার তারেক সালেহ। তিনি চলতি সপ্তাহে রাজধানী সানায় আনসারুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় আহত হয়েছিলেন এবং পরে তিনি মারা যায়।

প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ নিজেও গত সোমবার ৪ ডিসেম্বর বিপ্লবী আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়েছে। তিনি হুথি আন্দোলনের সঙ্গে ঐক্য ভেঙে সৌদি আরবের পক্ষে অবস্থান নেয়ার পর তার অনুগত সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে অবস্থা বেগতিক দেখে তিনি রাজধানী সানা থেকে পালানোর সময় মা’রিব প্রদেশে আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে নিহত হয়। এসময় সালেহের বেশ কয়েকজন অনুচরও নিহত হয়।

iqna

 

 

 

 

captcha