IQNA

ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র পথ ইন্তিফাদা: আয়াতুল্লাহ খাতামি

17:51 - December 08, 2017
সংবাদ: 2604508
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, বর্তমান বিশ্বে আধিপত্যকামী শক্তির সংখ্যা বেড়ে যাওয়ায় শান্তিকামী দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করা অপরিহার্য হয়ে পড়েছে।

ফিলিস্তিন সংকট সমাধানের একমাত্র পথ ইন্তিফাদা: আয়াতুল্লাহ খাতামি


বার্তা সংস্থা ইকনা: তিনি আরো বলেছেন, মার্কিন সরকারের ঘুম হারাম হওয়ার আগ পর্যন্ত ইরান নিজের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াতেই থাকবে।
আয়াতুল্লাহ আহমাদ খাতামি আজ তেহরানের জুমার নামাজের খুতবায় বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতার সঙ্গে শত্রুদের সক্ষমতার পার্থক্য রয়েছে। কারণ, শত্রুরা চায় আগ্রাসন চালাতে আর ইরানের উদ্দেশ্য আত্মরক্ষা করা। ”
তেহরানের জুমার নামাজের খতিব বলেন, “ইহুদিবাদী ইসরাইল নামক উন্মাদ যদি কখনো ইরানে আগ্রাসন চালানোর মতো ভুল করে তাহলে তেল আবিব ও হাইফা শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়ার জন্য ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রসঙ্গেও কথা বলেন আয়াতুল্লাহ আহমাদ খাতামি। তিনি বলেন, “শুধু মুসলিম বিশ্ব ট্রাম্পের এই অবিবেচনাপ্রসূত কাজের নিন্দা জানায়নি সেইসঙ্গে আমেরিকার মিত্ররাও এর প্রতিবাদ জানিয়েছে। ”তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। কিন্তু শুধু প্রতিবাদ যথেষ্ট নয় বিশ্বের সব দেশে ইসরাইলি রাষ্ট্রদূতদের তলব ও ইহুদিবাদী দূতাবাস বন্ধ করে দিতে হবে। ”
তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আরো বলেন, “ট্রাম্পের ঘোষণা প্রমাণ করেছে ইন্তিফাদা আন্দোলন ছাড়া ফিলিস্তিন সংকটের সমাধান সম্ভব নয়। যে কেউ যেকোনো উপায়ে ইহুদিবাদী ইসরাইলের ক্ষতি করতে পারবে সেটা আল্লাহ তায়ালার দরবারে সৎকাজ হিসেবে গৃহিত হবে।”
iqna

captcha