IQNA

মাওলা আলীর দৃষ্টিতে শাফায়াত

18:40 - December 10, 2017
সংবাদ: 2604523
আলী (আঃ) এর মতে মানুষ যদি পৃথিবীর মোহে পড়ে যায় তাহলে সে তার উন্নত সকল মূল্যবোধকে হারাতে বসে। এ কারণেই তিনি পৃথিবীর নশ্বরতা নিয়ে বারবার কথা বলেছেন। হযরত আলী (আঃ) পৃথিবীকে কঠিন ঝড়ের সাথে তুলনা করেন,যেই ঝড় সমুদ্রের বুকের নৌকায় বসবাসকারীদেরকে মুহূর্তের মধ্যে ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয়,আবার কাউকে কাউকে সমুদ্রের জলে ডুবিয়ে মারে, কেউবা ঢেউয়ের বুকে ডুবতে ডুবতে বেঁচে যায় এবং ভবঘুরে বানিয়ে ছেড়ে দেয়।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: الشَّفِیعُ جَنَاحُ الطَّالِبِ؛ আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন, শাফায়াতকারী হচ্ছে শাফায়াত প্রার্থীর জন্য ডানা ও কাণ্ডারি স্বরূপ।

সুতরাং অন্য কারও দ্বারস্থ না হয়ে সকল কিছু একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। শাফায়ত কেবল আল্লাহ ও মহানবীর আহলে বাইতের জন্য। অতএব আমাদেরকে সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে অন্যের কাছে নয়।

আমিরুল মু’মিনিন বলেছেন: আল্লাহ রোগকে পাপ খণ্ডনের উপায় করে দিন,কারণ পাপ মুছে ফেলা ও শুকনো পাতার মতো ঝরিয়ে দেয়া ছাড়া অসুস্থতার আর কোন পুরস্কার হতে পারেনা।মুখে কিছু বলা ও হাতে পায়ে কিছু করাতেই পুরস্কার সীমাবদ্ধ।নিশ্চয়ই মহিমান্বিত আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে অন্তরের নিয়তের সততা ও পবিত্রতার গুনে যাকে ইচ্ছা বেহেশতে প্রবেশের অনুমতি দেবেন।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) তাঁর পুত্র হযরত ইমাম হাসানকে বলেন: হে আমার পুত্র! আমার কাছ থেকে ৪টি বিষয় ও আরো ৪টি বিষয় লিখে নাও। এগুলো চর্চা করলে তোমার কোন ক্ষতি হবে না।

বিষয়গুলো হল: বুদ্ধিমত্তা সর্বোত্তম সম্পদ,মূর্খতা সবচাইতে বড় দুঃস্থতা,আত্মগর্ব সবচাইতে বড় বর্বরতা এবং নৈতিক চরিত্র সর্বোত্তম অবদান।হে আমার পুত্র,মূর্খ লোকের সঙ্গে বন্ধুত্ব করো না,কারণ সে তোমার উপকার করতে গিয়ে অপকার করে ফেলবে।কৃপণের বন্ধুত্ব করো না,কারণ যখন তুমি তার প্রয়োজন অনুভব করবে তখন সে দৌড়ে পালাবে। পাপী লোকের সঙ্গে বন্ধুত্ব করোনা,কারণ সে তোমাকে স্বল্প মূল্যে বিক্রয় করে দেবে।মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করোনা,কারণ সে তোমাকে দুরের জিনিস কাছে এবং কাছের জিনিস দুরের বলবে।

captcha