IQNA

মসজিদ সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার সর্বোত্তম ঘাটি

22:09 - December 21, 2017
1
সংবাদ: 2604610
মসজিদ হচ্ছে পৃথিবীর ভূমিতে আল্লাহর ঘর। মসজিদ শুধু ইবাদত-বন্দেগীর স্থান নয়; বরং ইসলামের শত্রুদের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার সর্বোত্তম ঘাটি হচ্ছে এ মসজিদ।

মসজিদ সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলার সর্বোত্তম ঘাটি


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামে মসজিদের প্রকৃত গুরুত্ব আমরা তখনই বুঝতে পারি যখন দেখি যে, মহানবী হযরত মুহাম্মাদ (সা.) মক্কা থেকে মদিনার হিজরতের পর সর্বপ্রথম যে পদক্ষেপটি নিয়েছিলেন তা ছিল মসজিদ নির্মাণ এবং সে মসজিদ থেকে তিনি সারা বিশ্বে ইসলামের বাণী মানুষের নিকট পৌঁছে দিয়েছিলেন।

ইসলামের শত্রুরা বর্তমানে মুসলমানদের আকিদা-বিশ্বাস ও ঈমানকে দুর্বল করার চক্রান্তে নেমেছে। তারা ইসলাম ধর্ম সম্পর্কে নানাবিধ উদ্ভট ও বানোয়াট সন্দেহ ও অপবাদ ছড়িয়ে এ পবিত্র ধর্মের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে।

শত্রুরা আমাদের যুবসমাজকে টার্গেট করেছে। শত্রুরা আজ এটা ভালভাবে বুঝে গেছে যে, সামরিক যুদ্ধ করে মুসলিম জাতিকে পরাজিত করা সম্ভব না, তাই তারা সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছে। এ কারণে তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যুবকদের বিচ্যুত ও বিপথগামী করার গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে।

যুবসমাজের ঈমান ও আকিদা সুদৃঢ় করণে মসজিদের বিশেষ ভূমিকা রয়েছে। মানুষ যখন মসজিদে যাতায়াত করে তখন তার মন ও মানসিকতা ইসলামের দিকে আকৃষ্ট হয়। ফলে সে পার্থিব চাকচিক্যকে পরিহার করে খোদামুখী জীবন-যাপনকে বেশি প্রাধান্য দেয়।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
দেহ ও মনকে শক্তিশালী করার উপায় কি?কিভাবে একটি আদর্শ জাতি গড়ে উঠবে।
অ্যাডমিন পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে দেহকে শক্তিশালী করতে পারেন এবং সুষ্ঠুভাবে জীবন যাপনের মাধ্যমে মনকে শক্তিশালী করা সম্ভব। আর আত্মা শক্তিশালী করার জন্য নামার, রোজা, হজ্ব, যাকাত, সদকা... প্রদান করতে পারেন।
captcha