IQNA

আমিরাতে "আব্দুল বাসেত মুহাম্মাদ আব্দুল সামাদ"এর সুললিত কণ্ঠের তিলাওয়াত + ভিডিও

14:38 - December 31, 2017
সংবাদ: 2604690
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব বিখ্যাত ক্বারি 'আব্দুল বাসেত মুহাম্মাদ আব্দুল সামাদ' তার জীবদ্দশায় কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশ্বের বহু স্থানে সফর করেছেন। ১৯৮১ সালে তিন কুরআন মাহফিলে অংশগ্রহণ করার জন্য আমিরাতে ভ্রমণ করেছেন।

 জীবদ্দশায় আমিরাতে

বার্তা সংস্থা ইকনা: এই সফরে তিনি সূরা হাশরের ২১ থেকে ২৪ নম্বর আয়াত এবং সূরা নাবা'র ৩১ থেকে ৪০ নম্বর আয়াত তিলাওয়াত করেন। এছাড়াও তিনি কুরআন মাহফিলে সূরা শামস, সূরা দুহা, সূরা ইনশিরাহ এবং সূরা কাদর তিলাওয়াত করেন। সম্প্রতি তার তিলাওয়াতকৃত এই ভিডিওটি সামাজিক নেটওয়ার্কে আপলোড করা হয়েছে।  

২৩ মিনিটের কুরআন তিলাওয়াতের এই ভিডিওটি ১৯৮১ সালের। এই ভিডিওটি বার্তা সংস্থা ইকনা'র দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হলো:

iqna

 

 

captcha