IQNA

ইরাকে ৬ষ্ঠ কুরআনিক উৎসবে ২০টি দেশের অংশগ্রহণ

13:16 - January 05, 2018
সংবাদ: 2604726
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে 'সাইয়িদ ইবনে জোবায়ের' নামক ৬ষ্ঠ কুরআনিক উৎসবটি মার্চ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে বিশ্বের ২০টি দেশ অংশগ্রহণ করবে।

 ইরাকে ৬ষ্ঠ কুরআনিক উৎসবে ২০টি দেশের অংশগ্রহণ

বার্তা সংস্থা ইকনা: ইরাকের প্রাদেশিক মিডিয়া পরিচালক গভর্নরের মাজিদ আতাবি বলেন: এক বৈঠকের মাধ্যমে 'সাইয়িদ ইবনে জোবায়ের' ৬ষ্ঠ কুরআনিক উৎসবের অনুষ্ঠানটি চূড়ান্ত করা হয়েছে। এই উৎসব মাহফিলটি মার্চ মাসে টান তিন দিন যাবত অনুষ্ঠিত হবে।

তিনি বলেন: এই অনুষ্ঠানে শ্রেষ্ঠ ক্বারি ও হাফেজ নির্ধারণ করা হবে। এছাড়াও 'সাইয়িদ ইবনে জোবায়েরে'র জীবনের আলোকে প্রবন্ধ লেখা এবং দায়েশের বিরুদ্ধে ইরাকি সেনাদের বিজয়ী হওয়ার কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখানো হবে।

মাজিদ আতাবি বলেন: ইরাকের কুট শহরের ৪০ কিলোমিটার দূরে অবস্থিত 'সাইয়িদ ইবনে জোবায়েরে'র মাযারে প্রথম দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দিনের অনুষ্ঠান কুট শহরের স্থানীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হবে। তৃতীয় দিনের অনুষ্ঠান ওয়াসাত বিশ্ববিদ্যালয়ের কুরআনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, "ইমাম সাজ্জাদ (আ.)"এর একনিষ্ঠ ভক্ত ছিলেন 'সাইয়িদ ইবনে জোবাইন ইবনে হাশেম আল আসাদী'। তিনি একসাথে পবিত্র কুরআনের হাফেজ, ক্বারি এবং মুফাস্সের ছিলেন। তিনি ৯৫ হিজরিতে অত্যাচারী শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফীর হাতে শাহাদাত বরণ করেন।

iqna

 

 

captcha