IQNA

মসুলে দায়েশের নির্যাতনে নিহত নারীদের গণকবরের সন্ধান

11:18 - January 10, 2018
সংবাদ: 2604756
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পুলিশ জানিয়েছে, মসুলের পশ্চিমে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নির্যাতনে নিহত ২০ জন নারীর গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে।

 মসুলে দায়েশের নির্যাতনে নিহত নারীদের গণকবরের সন্ধান

বার্তা সংস্থা ইকনা: ইরাকের পুলিশ অফিসার ওমর হেজাজী এ ব্যাপারে বলেন: ক্লিয়ারিং অপারেশনের সময় মসুলের পশ্চিমে ২০ জন নারীর গণকবরের সন্ধান পেয়েছি। এসকল নারীদের শরীরে দায়েশের নির্যাতনে চিহ্ন স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে।

তিনি বলেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সদস্যরা মসুল ত্যাগ করার পূর্বে এসকল নারীদের হত্যা করার পর গণকবর দিয়ে পালিয়ে যায়।

ওমর হেজাজী আরও বলেন: নিরাপত্তা বাহিনী নিহত মহিলাদের আইডি কার্ডসহ তাদের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধারকৃত মৃতদেহ ফরেনসিক মেডিকেলে হস্তান্তর করা হয়েছে। ফরেনসিক মেডিকেল প্রাথমিক তদন্তের পর নিহতদের আত্মীয়দের নিকট তাদের মৃতদেহ হস্তান্তর করবে।

iqna

 

 

captcha