IQNA

মানুষের অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে ইমাম আলীর হাদিস

23:46 - January 10, 2018
সংবাদ: 2604762
কিভাবে সম্ভব যে, মানুষ তার অস্তিত্বের ক্ষেত্রে অস্থিতিশীল এবং সুস্থ অবস্থায় অসুস্থ। আর যেখানে সে বিশ্রাম নেয় তা তার মৃত্যু স্বরূপ।

মানুষের অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে ইমাম আলীর হাদিস

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: «كَيْفَ يَكُونُ حَالُ مَنْ يَفْنَى بِبَقَائِهِ وَ يَسْقَمُ بِصِحَّتِهِ وَ يُؤْتَى مِنْ مَأْمَنِهِ؛ আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: ঐ লোকের অবস্থা কেমন হওয়া উচিত যার অস্তিত্বই হল বিনাস, যার সুস্থতা হল অসুস্থতা আর যারা বিশ্রাম হল মৃত্যু।

মানুষের জীবনই মানুষের মৃত্যুর কারণ। কেননা মানুষের জীবন একদিন শেষ হয়ে যায়। অনুরূপভাবে মানুষ অসুস্থ না হলে সুস্থতার গুরুত্ব বোঝে না। আর এ জন্যই মানুষ যখন সুস্থ থাকে তখন সে বুঝতেই চায় না যে সে অসুস্থ হবে। তাই সর্বদা অসুস্থ হওয়ার আগেই সুস্থ থাকার চিন্তা করতে হবে।

সুতরাং আমাদের জীবন, সুস্থতা এবং টাকার বড়া্ই না করে সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে এবং তার কাছে নিজেদের সুস্থতা ও অস্তিত্ব চাইতে হবে। শাবিস্তান

captcha