IQNA

মানুষের অন্তর হেকমত ও প্রজ্ঞার ভান্ডার

23:54 - January 11, 2018
সংবাদ: 2604766
জ্ঞান ও প্রজ্ঞাকে যেখানে পাবে সেখান থেকেই নিবে, কেননা প্রজ্ঞা ভণ্ড মানুষের মধ্যেও থাকে কিন্তু সেখানে উদ্বেগ এবং উদ্বিগ্নতার মধ্যে থাকে। আর তা বিশ্বাসীর বুকের মধ্যে গিয়ে শান্তিতে থাকে।

 মানুষের অন্তর হেকমত ও প্রজ্ঞার  ভান্ডার

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: আমিরুল মু’মিনিন হযরত আলীর(আ.) বানী তার যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়াতের নির্দেশনা দিয়ে থাকে।

হযরত আলী(আ.) বলেছেন: «خُذِ الحِكمَةَ أنّى كانتْ؛ فإنَّ الحِكمَةَ تَكونُ في صَدْرِ المُنافِقِ فتَلَجْلَجُ في صَدرِهِ حتّى تَخْرُجَ ، فتَسْكُنَ إلى صَواحِبِها في صَدرِ المؤمنِ»  হিকমত তথা প্রজ্ঞা যেখানেই থাক না কেন সেখান থেকে তা গ্রহণ কর। কেননা প্রজ্ঞার আসল স্থান হল মু’মিনের অন্তর। তা যখন কাফির ও মুনফিকের অন্তরে থাকে তখন সে উদ্বেগ এবং উদ্বিগ্নতার মধ্যে থাকে। আর যখন সে মু’মিনের অন্তরে স্থায়ন পায় তখন সে সস্থি পায়।

সর্বদা জ্ঞান অর্জন করা অতীব জরুরী। এমনকি একজন মুনাফিক লোকের কাছ থেকেও শিক্ষা নেয়া দরকার।

মুনাফিকের বক্ষ প্রজ্ঞার জন্য সঠিক স্থান নয়, প্রজ্ঞা হল বিশ্বাসীর প্রধান মালিক। শাবিস্তান

ট্যাগ্সসমূহ: ইকনা ، জ্ঞান ، হযরত ، আলী ، মানুষ
captcha