IQNA

থাইল্যান্ডে হেফজ প্রতিযোগিতায় ৯৫ প্রতিযোগীর অংশগ্রহণ

21:50 - January 12, 2018
সংবাদ: 2604771
আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ডের অনুষ্ঠিত জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতায় সেদেশের ২০টি কুরআন প্রশিক্ষণ সেন্টারের ৯৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগিতার অনুষ্ঠান থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় হাট ইয়াই শহরে অনুষ্ঠিত হয়েছে।

 থাইল্যান্ডে হেফজ প্রতিযোগিতায় ৯৫ প্রতিযোগীর অংশগ্রহণ

বার্তা সংস্থা ইকনা: উক্ত প্রতিযোগিতাটি কুয়েতের "এসলাহ এজতেমায়ী" অন্তর্ভুক্ত বিশ্ব আঞ্জুমান সংস্থা "আর-রাহমাত"-এর পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের ২০টি কুরআন প্রশিক্ষণ সেন্টারের ৯৫ জন প্রতিযোগী মোট ৫টি বিভাগে অংশগ্রহণ করেছে। এসকল প্রতিযোগীদের মধ্যে ১৮ জন শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন।

জাতীয় হেফজ প্রতিযোগিতার অনুষ্ঠান  বিশ্ব আঞ্জুমান সংস্থা "আর-রাহমাত"-এর "হেদায়েত" সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব আঞ্জুমান সংস্থা "আর-রাহমাত"-এর প্রধান আলী রাশেদ এব্যাপারে বলেন: এই প্রতিযোগিতা মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কুরআনের প্রতি যুবকদের ভালোবাসা সৃষ্টি করা, তাদের হৃদয়কে কুরআনের আলোতে আলোকিত করা এবং কুরআন হেফজ সেন্টার ও মাদ্রাসাসমূহ সক্রিয় করা। 

উল্লেখ্য, কুয়েতের "এসলাহ এজতেমায়ী" অন্তর্ভুক্ত বিশ্ব আঞ্জুমান সংস্থা "আর-রাহমাত" একটি দাতব্য প্রতিষ্ঠান। এই দাতব্য প্রতিষ্ঠানটি বিশ্বের ৪২টি দেশে কাজ করছে।  

iqna

 

 

captcha