IQNA

আমেরিকা-ইসরাইল সাম্প্রতিক বিক্ষোভের পরিকল্পনা করেছে: জুমার খতিব

22:50 - January 12, 2018
সংবাদ: 2604772
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেছেন, সম্প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানে যে বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটেছে তা ছিল ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্রের ফসল। আজ (শুক্রবার) জুমা নামাজের দ্বিতীয় খুতবায় তিনি একথা বলেছেন।

আমেরিকা-ইসরাইল সাম্প্রতিক বিক্ষোভের পরিকল্পনা করেছে: জুমার খতিব
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকি বলেন, "বিক্ষোভ-সহিংসতার পরিকল্পনা করেছে ইসরাইল ও আমেরিকা এবং সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও তা বাস্তবায়ন করেছে আর এতে অর্থ যোগান দিয়েছে সৌদি আরব।"

শত্রুদের ষড়যন্ত্র সম্পর্কে তিনি জনগণকে সতর্ক করে বলেন, মাসের পর মাস ইরান নিয়ে কাজ করেছে আমেরিকা এবং তারই ফসল হচ্ছে সাম্প্রতিক সহিংসতা। তিনি আমেরিকা ও ইসরাইলকে ইঙ্গিত করে বলেন, শত্রুরা কোনো দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না। এ কারণেই আমেরিকা ইরানের সঙ্গে শত্রুতা করে যাচ্ছে।

প্রায় দুই সপ্তাহ আগে ইরানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কয়েকটি শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়। কিন্তু কিছু সুযোগসন্ধানী ও বিদেশি মদদপুষ্ট লোক ওই বিক্ষোভকে ব্যবহার করে নাশকতামূলক তৎপরতায় জড়িয়ে পড়ে। এই ধ্বংসাত্মক তৎপরতার প্রতি তাৎক্ষণিকভাবে সমর্থন জানায় আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরবসহ ইরানের প্রতি বিদ্বেষ পোষণকারী কিছু দেশ। তবে কয়েকদিনের মধ্যেই ইরানের পরিস্থিতি পাল্টে যায়। সরকার-বিরোধী বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে এবং সরকারের সমর্থনে দেশজুড়ে টানা কয়েকদিন ধরে ব্যাপক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 iqna

captcha