IQNA

কুরআন মানুষকে নামাযের প্রতি উদ্বুদ্ধ করে

21:46 - January 13, 2018
সংবাদ: 2604778
পবিত্র কুরআন হচ্ছে মানব জাতির এ পৃথিবীতে জীবন ধারণের উদ্দেশ্যে খোদা প্রদত্ত সংবিধান। কোরআনে মানুষের প্রয়োজনীয় যাবতীয় বিষয়াদির সুষ্ঠু ও উত্তম সমাধান দেয়া হয়েছে। মানুষ যাতে দুনিয়া ও পরকালে সফলতার অধিকারী হতে পারে সে জন্য আল কুরআনে যথাযথ দিকনির্দেশনা দেয়া হয়েছে।

কুরআন মানুষকে নামাযের প্রতি উদ্বুদ্ধ করে

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনের ৮৭টি আয়াতে সরাসরি ও প্রত্যক্ষভাবে মানুষকে নামায আদায়ের আদেশ দেয়া হয়েছে। যে আয়াতগুলিতে সালাত তথা নামায শব্দটি সুস্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এছাড়া আরও অনেক আয়াত আছে যেখানে আকার ও ইঙ্গিতে নামায আদায়ের কথা বলা হয়েছে। যেমন কুরআনের বহু আয়াতে রুকু, সেজদা অথবা কিয়াম শব্দের মাধ্যমে নামাযের প্রতি ইশারা করা হয়েছে। আর এগুলো সবই নামাযের প্রতি আল্লাহ তায়ালার বিশেষ গুরুত্ব ও তাৎপর্যের প্রতি ইঙ্গিত বহন করে।

যেমন: সূরা নুরের ৫৬ নং আয়াতে উল্লেখ করা হয়েছে- তোমরা নামায প্রতিষ্ঠা কর, যাকাত প্রদান কর এবং রাসূলের আনুগত্য কর যাতে তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়।

আবার সূরা হাজ্জের ৪১ নং আয়াতে বর্ণিত হয়েছে- (তারা এমন যে,) যদি আমরা তাদের পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি, তবে তারা নামায প্রতিষ্ঠা করবে এবং যাকাত দেবে এবং সৎকর্মের নির্দেশ দান করবে ও অসৎকর্মে নিষেধ করবে; বস্তুত সকল কর্মের পরিণাম তো আল্লাহরই নিয়ন্ত্রণে।

captcha