IQNA

শেষ জামানায় প্রতীক্ষাকারীদের অঢেল সম্পদ

23:31 - January 13, 2018
সংবাদ: 2604781
তুষ্টি মানুষের জন্য এত বড় একটি নেয়ামত যা আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষ যদি জীবনে তুষ্ট থাকে তাহলে তার আর কোন সমস্যা থাকে না। কথায় বলে মানুষের পেট ভরে তা চোখ ভরে না। আর এ জন্যই ইমাম আলী(আ.) বলেছেন: তুষ্টি হচ্ছে জীবনের সব থেকে বড় নেয়ামত।

শেষ জামানায় প্রতীক্ষাকারীদের অঢেল সম্পদ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র জীবনের একটি নমুনা হচ্ছে অল্পে তুষ্টি। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে পরিমাণ রিজিক দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকা। কেননা লোভ আর অতিরিক্ত চাহিদা মানুষকে গোনাহে লিপ্ত হতে বাধ্য করে।

কিনায়াত বা অল্পে তুষ্টি তাকে বলা হয়, যে মানুষের যা আছে তাতেই সে সন্তুষ্ট থাকবে এবং আরও অতিরিক্ত কিছুর জন্য লোকের কাছে হাত পাতবে না। যদি এমন হয় তাহলে মানুষ সুখে শান্তিতে থাকবে এবং তার কোন সমস্যা হবে না।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) কিনায়াতকে সব থেকে বড় মূলধন হিসাবে উল্লেখ করেছেন। আর মহানবী বলেছেন: «القِناعَة ُمالٌ لایَنفَد» অল্পে তুষ্টি এমন একটি সম্পদ যা কখনোই শেষ হবে না।

captcha