IQNA

কানাডায় হিজাবী ছাত্রীর ওপর হামলা

12:28 - January 14, 2018
সংবাদ: 2604785
আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শুক্রবার (১২ই জানুয়ারি) কানাডার টরেন্টোয় এক হিজাবী স্কুলছাত্রীর স্কার্ফ কাঁচি দিয়ে কেটে ফেলেছে। কানাডার পুলিশ ঐ ব্যক্তিকে গ্রেফতার করার জন্য তদন্ত শুরু করেছে।

কানাডায় হিজাবী ছাত্রীর ওপর হামলা
বার্তা সংস্থা ইকনা: ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত খাওলা নোমান তার ভাইয়ের সাথে স্কুলে যাওয়ার পথে এক ব্যক্তি দশ মিনিটের মধ্যে দুইবার তাদের ওপর হামলা চালায়।
১১ বছরের খাওলা নোমান বলেন: প্রকৃতপক্ষে আমি অনেক ভয় পেয়েছিলাম এবং উত্তেজিত হয়েছিলাম। প্রথমে আমরা চিৎকার করি এবং পরবর্তীতে নিরাপত্তা অনুভবের জন্য জনগণের মধ্যে ছুটে যায়। কিন্তু ঘাতক আমাদের দিকে ফিরে আসে এবং কাঁচি দিয়ে স্কার্ফ কাটতে শুরু করে।
টরন্টো এডুকেশনাল ব্যুরো এই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করেছে এবং অন্টারিওর প্রধানমন্ত্রী ক্যাথলিন ওয়েইন এই ঘটনাটিকে কাপুরুষোচিত ঘটনা বলে বিবেচিত করেছেন এবং ধর্মের প্রতি ঘৃণা থাকার ফলে ঐ ব্যক্তি এধরণের অপকর্ম করেছে বলে ধারণা করেছেন।
পুলিশ এখনও এই ঘটনার সাথে জড়িত থাকা কোন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
কিছু দিন পর ক্যুবেক সিটির মসজিদে মারাত্মক হামলার এক বছর পূর্ণ হবে। এই হামলার এক বছর পূর্তির কয়েক দিন পূর্বেই হিজাবী ছাত্রীর ওপর হামলা করা হয়েছে।
কানাডিয়ান মুসলিম কাউন্সিল কয়েক দিন পূর্বে সেদেশের সরকারের নিকট আহ্বান জানিয়েছে ক্যুবেক সিটির মসজিদে মারাত্মক হামলার এক বছর পূর্তি উপলক্ষে ২৯শে জানুয়ারি ইসলাম বিদ্বেষী মোকাবেলা দিবস এবং এই হামলায় ৬ জন নিহতের প্রতি সম্মাননা প্রদর্শন করা হোক। দেশটির সরকার এখনও পর্যন্ত এ ব্যাপারে কোন মতামত জানায়নি।
iqna

 

captcha