IQNA

কুরআন মানুষকে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ রাখে

21:18 - January 14, 2018
সংবাদ: 2604788
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি বলেছেন যে, পবিত্র কুরআন মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ দিকসমূহ পরিশুদ্ধ ও সংশোধন করে। এ আসমানি কিতাব মানুষকে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ রাখে।

কুরআন মানুষকে শয়তানের প্ররোচনা থেকে নিরাপদ রাখে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাহমুদ জাওয়াদ আলী আকবারি গতকাল মঙ্গলবার পবিত্র কুরআনের তাফসীর অনুষ্ঠানে বলেছেন যে, পবিত্র কুরআন হচ্ছে এমনই এক আসমানি কিতাব; যা মানুষকে অজ্ঞতা ও মূর্খতার অভিশাপ থেকে মুক্তি দান করে এবং গোমরাহি থেকে মুক্তি দিয়ে হেদায়েতের পথে পরিচালিত করে।

তিনি বলেন: যারা পবিত্র কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলবে, তারা নি:সন্দেহে দুনিয়া ও পরকালে সফলতার অধিকারী হতে পারবে। পক্ষান্তরে যারা কুরআন থেকে দূরত্ব বজায় রাখবে তারা শয়তানের ধোঁকার শিকার হবে এবং অহংকার ও অন্ধকারচ্ছন্নতা তাদেরকে ধ্বংস ও পতনের দিকে নিয়ে যাবে।

তিনি আরও বলেন: মানুষ সত্তাগতভাবে সত্য ও হকের প্রতি আকৃষ্ট থাকে; কিন্তু দুনিয়ার চাকচিক্য ও পার্থিব লোভ লালসা তাকে বাতিলের দিকে প্ররোচিত করে। তাই প্রত্যেক ব্যক্তির উপর ফরজ হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কুরআনের আদেশাবলী মেনে চলা এবং কুরআনের ছায়াতে অবস্থান করা।

captcha