IQNA

নাবিকদের মর্মান্তিক মৃত্যুতে রাহবারের গভীর শোক প্রকাশ

19:09 - January 15, 2018
সংবাদ: 2604793
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামি বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনায়ি চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারের দুঃসাহসিক নাবিক ও তাদের পরিবার-পরিজনের প্রতি শোক এবং সমবেদনা জানিয়েছেন।

 নাবিকদের মর্মান্তিক মৃত্যুতে রাহবারের গভীর শোক প্রকাশ

বার্তা সংস্থা ইকনা: গতকাল রবিবার দীর্ঘ এক সপ্তাহ ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন অব্যাহত থাকার আকস্মিক বিশাল বিস্ফোরণে ইরানি তেলবাহী ট্যাংকারটি গভীর সমুদ্রে ডুবে যায়।  এ হৃদয়বিদারক ঘটনার পর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়েদ আলী খামেনায়ি এক শোক বাণীতে তেল ট্যাংকারের দুঃসাহসিক নাবিক ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,  নাবিকরা দেশের জন্য দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

গত ৬ জানুয়ারি ‘সানচি’ নামের এ ট্যাংকারটি এক লাখ ৩৬ হাজার টন তেল নিয়ে দক্ষিণ কোরিয়া যাওয়ার পথে সাংহাই উপকূলের ১৬০ নটিক্যাল মাইল দূরে হংকংয়ের একটি পণ্যবাহী জাহাজের সঙ্গে ধাক্কা খায়। এতে তাৎক্ষণিকভাবে আগুন ধরে যায় এবং শেষ পর্যন্ত ট্যাংকারটি জ্বলতে জ্বলতে ডুবে যায়। তেল ট্যাংকারে থাকা ৩০ ইরানি ও দুজন বাংলাদেশী নাবিক মারা গেছেন। এরইমধ্যে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও নাবিকদের মৃত্যু এবং জাহাজডুবির ঘটনায় আলাদা শোকবাণী দিয়েছেন। পাশাপাশি ১৫ জানুয়ারি সোমবার ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।

iqna

 

 

captcha