IQNA

মানুষের ভবিষ্যৎ তার মায়ের গর্ভ থেকে গঠিত হয়

19:18 - January 15, 2018
সংবাদ: 2604795
মানুষের ভবিষ্যৎ তার মায়ের গর্ভে থাকা অবস্থা থেকেই গঠিত হয়। আমাদের পিতা-মাতা আমাদের জন্য যে পরিবেশ তৈরি করে তা আমাদের জীবনে দারুণ প্রভাব ফেলে। মহানবী (সা.) বলেছে: শিশু কালের জ্ঞান পাথরে খোদাই করা নকশার মত যা কখনো মুছে যায় না।

মানুষের ভবিষ্যৎ তার মায়ের গর্ভ থেকে গঠিত হয়
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কিভাবে জন্মের পূর্বেই সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে সে সম্পর্কে আহলে বাইত(আ.) থেকে বহু হাদিস ও জিয়ারত এবং দোয়া বর্ণিত হয়েছে।

মহান আল্লাহ পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে: وَاتَّقُوا اللَّهَ وَيُعَلِّمُكُمُ اللَّهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ আল্লাহকে ভয় কর তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সব কিছু জানেন।

ইসলাম একটি পূর্ণাঙ্গ ও সামাজিক ধর্ম। ব্যক্তিগত দিক ও মানুষের আত্মিক বিকাশ ছাড়াও এ ধর্মে সমাজের অর্থনৈতিক এবং আইনগত বা অধিকারগত বিষয়ের ওপর গভীর দৃষ্টি দেয়া হয়েছে।

এক ব্যক্তি ইমাম রেজার(আ.) কাছে এসে বলল, আল্লাহ আমাকে একটা কাল সন্তান দিয়েছেন। কিন্তু আমিও কালো না আবার আমার স্ত্রীও কালো না। তাহলে কি আমার স্ত্রী আমার সাথে খিয়ানত করেছে। ইমাম বললেন: না ভাল করে দেখ তোমার ঘরের মধ্যে কিছু আছে নাকি। লোকটি বলল: আমাদের ঘরে একটি কালো মূর্তি আছে। ইমাম বললেন: এই কালো মূর্তির প্রভাবেই তোমার সন্তান কালো হয়েছে।

এভাবে প্রতি জিনিস এবং কাজ কর্ম ও চিন্তারও প্রভাব রয়েছে যা গর্ভাবস্থায় সন্তানের উপর প্রভাব ফেলে। শাবিস্তান

captcha