IQNA

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী বাহিনী গঠন করছে

22:53 - January 15, 2018
সংবাদ: 2604799
আন্তর্জাতিক ডেস্ক: তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অভিযোগ করেছেন , কুর্দিসহ নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তার দেশের দক্ষিণ সীমান্তে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী বাহিনী গঠনে কাজ করছে। সোমবার রাজধানী আঙ্কারায় একটি সমাবেশে তিনি এ কথা বলেছেন।

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী বাহিনী গঠন করছে

বার্তা সংস্থা ইকনা: এরদোয়ান বলেছেন, ‘আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে এই সন্ত্রাসী বাহিনী সামনে আসার আগেই একে ধ্বংস করে ফেলতে হবে।’

তিনি কুর্দি যোদ্ধাদের পেছন দিকে ছুরি হামলাকারী উল্লেখ করে বলেন, এরাই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের দিকে অস্ত্র তাক করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণে সিরিয়ান ডিফেন্স ফোর্সসহ (এসডিএফ) কুর্দি যোদ্ধাদের নিয়ে ৩০ হাজার সেনার একটি নতুন বাহিনী গঠন করবে। যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে এসডিএফ ইসলামিক স্টেটের কাছ থেকে প্রায় লাখ বর্গমাইল জায়গা দখল করে। গত বছরের অক্টোবরে ইসলামিক স্টেটের স্বঘোষিত রাজধানী রাক্কা দখল করে মার্কিন জোট। এরপর থেকেই সিরিয়ার দক্ষিণে অগ্রসর হয়ে ইউফ্রেটিস নদীর তীর পর্যন্ত দখলে নিয়ে এসেছে এসডিএফ ও জোট।

এদিকে সিরিয়ায় আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত রাশিয়াও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ওয়াশিংটনের এই পদক্ষেপ সিরিয়া অঞ্চলে আরো অস্থিতিশীলতা দাবি সৃষ্টি করতে পারে বলে দাবি করেছে মস্কো।

captcha