IQNA

ম্যানিলায় হালাল বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

16:20 - January 16, 2018
সংবাদ: 2604809
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনের সোকসার্জেন (Soccsksargen) অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার উদ্যোগে রাজধানী ম্যানিলাতে আন্তর্জাতিক হালাল সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে।

Canadianinquirer ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আগামী ১৮ ও ১৯ জানুয়ারী বৃহস্পতিবার এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আশা করা যাচ্ছে যে, মুসলিম স্কলাররা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষকগণ, হালাল সনদ প্রদানকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যবৃন্দ, সরকারী কর্মকর্তাগণ এবং মুসলিম ও অমুসলিম বিভিন্ন কোম্পানীর কর্তৃপক্ষ উপস্থিত থাকবেন।

এছাড়া বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালাও এ সম্মেলনের অবকাশে অনুষ্ঠিত হবে।

হালাল সম্মেলন ২০১৫-তে সোকসার্জেন এলাকার বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থার হালাল মনোগ্রামের মোড়ক উন্মোচিত হয়। যার মাধ্যমে হালাল মার্কেটে ফিলিপাইনের আনুষ্ঠানিক প্রবেশ ঘটে।

বলাবাহুল্য, আগামী বছর নাগাদ হালাল পন্য রপ্তানীতে ব্যাপক সফলতা চায় ফিলিপাইন সরকার। চলতি বছরে ১.৪ বিলিয়ন ডলারের মূল্যের হালাল পন্য রপ্তানী করার লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সরকার। বর্তমানে বৎসরিক ৮০ কোটি ডলার মূল্যের পন্য রপ্তানি করছে দেশটি।#3682665

 

captcha