IQNA

মুসলিম শিশুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ

14:45 - January 17, 2018
সংবাদ: 2604814
আন্তর্জাতিক ডেস্ক: চীনের ডিপার্টমেন্ট অব এডুকেশন সেদেশের পশ্চিমাঞ্চলে একটি অঞ্চলের মুসলিম শিশুদের ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মুসলিম শিশুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ

 

বার্তা সংস্থা ইকনা: চীনের গেনসু প্রদেশের লিনসিয়া এলাকার হিউ গোত্রের অনেক মুসলিম অধিবাসী জীবন যাপন করেন। সম্প্রতি চীনের ডিপার্টমেন্ট অব এডুকেশন লিনসিয়া এলাকার মুসলিম শিশুদের ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ডিপার্টমেন্ট অব এডুকেশনের কর্মকর্তা ঘোষণা করেছে, এখন থেকে মুসলিম শিশুরা ক্লাস অথবা ধর্মীয় সেন্টারে কুরআন ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়তে পরবে না। সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক হওয় উচিত এবং রাজনৈতিক মতাদর্শ মান্য করা উচিত।

এ ব্যাপারে আলোচনা করার জন্য চীনের ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাথে রয়টার্স যোগাযোগ করতে চেয়েছিল। কিন্তু চীনের ডিপার্টমেন্ট অব এডুকেশন এ ব্যাপারে কোন সাড়া দেয়নি।

ডিপার্টমেন্ট অব এডুকেশনের এধরণের সিদ্ধান্তের ফলে মুসলিম শিশুরা ধর্মীয় শিক্ষা ও জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

চীনের শিক্ষা বিভাগের পক্ষ থেকে গত বছর অক্টোবর মাসে ধর্মীয় বিষয়ে নতুন নিয়ম প্রকাশিত হয়েছিল এবং এই নতুন নিয়ম আগামী মাস থেক বাস্তবায়ন করা হবে।

এছাড়াও জিনজিয়াং প্রদেশের কর্মকর্তারা উইগুর তুর্ক ভাষী সংখ্যালঘুদের মুসলমানদের বসবাসের স্থানেও অধিকাংশ শিশুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

iqna

 

 

 

captcha