IQNA

মিয়ানমারের মুসলমানদের সমর্থনে পোপের বিশ্ব বার্তা

23:36 - January 17, 2018
সংবাদ: 2604820
আন্তর্জাতিক ডেস্ক: ভ্যাটিকান এবং পোপ মিয়ানমারের সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট একটি বার্তা দিয়েছে।

 মিয়ানমারের মুসলমানদের সমর্থনে পোপের বিশ্ব বার্তা

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পোপ ফ্রান্সিস ২৫ শে ডিসেম্বর, ২০১৭ তারিখে শেখ আল-আজহারের শেখ আহমেদ তৈয়বের, চিঠির জবাবে ধন্যবাদ জানিয়ে  একটি চিঠি পাঠিয়েছেন, আর ঐ চিঠিতে তিনি  মিয়ানমার ও বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন: মায়ানমার ও বাংলাদেশের সাম্প্রতিক সফরের সময়, আমি এই অঞ্চলের সকল সংখ্যালঘুদের সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাই।

পোপ বলেন: রঙ বা ধর্ম, বা ভাষা এমনকি সংস্কৃতির মধ্যে পার্থক্য থাকা স্বত্বেও যারা অন্যের যন্ত্রণাকে নিজের যন্ত্রণা না মনে করে  তাদের ঈমানে সমস্যা আছে।

আহমেদ তৈয়ব মে ২০১৬ সালে ভ্যাটিকান একটি ঐতিহাসিক সফর করেন এবং পোপ সঙ্গে সাক্ষাত করেন। পরে এপ্রিল ২০১৭ সালে মিশরে শান্তি সম্মেলনে অনুষ্ঠিত হলে পোপ তাতে অংশ গ্রহণ করেন।

মিয়ানমারে মুসলমানরা হত্যাকাণ্ড এবং নির্বাসিত এবং রাজনৈতিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা বঞ্চিত এবং ইসলামী বন্দোবস্ত এবং অর্থনৈতিক বঞ্চনার শিকার।

২০১৭ সালের আগস্ট থেকে রোহিঙ্গা সংখ্যালঘুদের ৬৫৬০০০ এরও বেশি মুসলমান বাংলাদেশের রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনা বাহিনীর আক্রমণের কারণে এবং ক্যাম্পে বাস করছে।

iqna

 

 

captcha