IQNA

প্রকৃত ঈমানদারদের জন্য সব থেকে বড় নেয়ামত

14:40 - January 19, 2018
সংবাদ: 2604831
একজন প্রকৃত ঈমানদার ব্যক্তির জন্য এর থেকে বড় আর কিছুই হতে পারে না যে, আল্লাহর ওলি তার সাথেই রয়েছেন, তাকে দেখছে এবং তাকে সহযোগিতা করছে।

প্রকৃত ঈমানদারদের জন্য সব থেকে বড় নেয়ামত
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: শিয়া-সুন্নি নির্বিশেষে আপামর মুসলিম উম্মাহ ঐক্যমত্য পোষণ করে যে, মহানবী (সা.) এর বংশধারার সর্বশেষ ইমাম হচ্ছেন ইমাম মুহাম্মদ আল মাহদী (আ.), যিনি শেষ যামানায় আবির্ভূত হয়ে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত এবং ন্যায়বিচার কায়েম করবেন এবং পৃথিবীর বুক থেকে অন্যায়-অত্যাচার ও শোষণের পরিসমাপ্তি ঘটাবেন।

ইমাম মাহদীর(আ.) আগমন অবশ্যম্ভাবী এবং এতে কোন সন্দেহ নেই। তার আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না।

মহানবী (সা.) হুযাইফা বিন ইয়ামানকে বলেন: یا حذیفة لو لم يبق من الدنيا الا يوم لطول الله ذلک اليوم حتي يملک رجل من اهل بيتي، تجري الملاحم علي يديه و يظهر الاسلام لا يخلف وعده و هو سریع الحساب

হে হুযাইফা! এ পৃথিবী ধ্বংস হতে মাত্র একদিনও যদি অবশিষ্ট থাকে তাহলে মহান আল্লাহ ঐ দিনকে এত বেশী দীর্ঘ করবেন যাতে আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি (বিশ্বের) শাসন কর্তৃত্ব গ্রহণ করতে সক্ষম হয় যার হাতে বড় বড় গুরুত্বপূর্ণ ঘটনা ও যুদ্ধ সংঘটিত হবে এবং ইসলাম ধর্ম বিজয়ী হবে । মহান আল্লাহ স্বীয় ওয়াদা ভঙ্গ করেন না এবং তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। (ইকদুদ দুরার, আবু নাঈম ইস্পাহানী প্রণীত সিফাতুল মাহদী)

মহানবী (সা.) বলেছেন: لا تذهب الدّنیا حتی یملک العرب رجل من اهل بیتی یواطئ اسمه اسمی

আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত এক ব্যক্তি-যার নাম হবে আমার নামের অনুরূপ, সে যে পর্যন্ত সমগ্র আরবের অধিপতি না হবে, সে পর্যন্ত এ দুনিয়া ধ্বংস হবে না।(সুনান আত তিরমিযী, বৈরুত, দার ইহয়াইত তুরাস আল আরাবী, কিতাবুল ফিতান, ৫২তম বা মাহদী সংক্রান্ত অধ্যায়, পৃ ৬১১, হাদিস নং ২২৩০)

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন: ইমাম হচ্ছেন তিনি যাকে মহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নেতা বা পথপ্রদর্শক হিসাবে প্রেরণ করেছেন।

সুতরাং যারা প্রকৃতপক্ষে ইমাম মাহদীর জন্য প্রতীক্ষেয়মান তারা বর্তমানেও ইমামকে হাজির ও নাজির জানে এবং তার আনুগত্য করে।

কেননা ইমাম মাহদীর প্রতি বিশ্বাস ও তার জন্য প্রতীক্ষা শিয়াদেরকে তার পথে প্রচেষ্টা করার জন্য অনুপ্রেরণা যোগায় এবং তাদেরকে নিরাশা ও হতাশা থেকে রক্ষা করে।

captcha