IQNA

তেহরানের জুমার খতিব;

সমাজে দরিদ্রদের সম্বোধনে ইমাম আলী (আ.) মালেক আশতারকে বিশেষ প্রস্তাব দিয়েছেন

22:04 - January 19, 2018
সংবাদ: 2604835
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি আজ জুমার দ্বিতীয় খুতবায় বলেছেন, ইমাম আলী (আ.) তাঁর একনিষ্ঠ সাহাবী মালেক আশতারকে সমাজের দরিদ্র এবং অভাবীদের প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেছেন এবং তাদের সমস্যা সমাধানের পরামর্শ দিতেন।

সমাজে দরিদ্রদের সম্বোধনে ইমাম আলী (আ.) মালেক আশতারকে বিশেষ প্রস্তাব দিয়েছেন
বার্তা সংস্থা ইকনা: আজ (১৯শে জানুয়ারি) আয়াতুল্লাহ ইমামি কাশানি জুমার দ্বিতীয় খুতবার শুরুতে সম্প্রতি চীনের উপকূলে দুর্ঘটনায় পড়া ইরানি তেল ট্যাংকারের দুঃসাহসিক নাবিকদের শাহাদাতের কথা স্মরণ করে তাদের পরিবার-পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তাদের বিদেহী রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।
এছাড়াও আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।
ইমামি কাশানি আরও বলেছেন, শত্রুরা ইসলাম ধর্মকে ধ্বংস করতে চায়। কাজেই আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র মোকাবিলায় মুসলিম দেশগুলোর সতর্কতা জরুরি।
ফিলিস্তিন ও ইয়েমেন ইস্যুতে কোনো কোনো মুসলিম দেশের নীরবতার সমালোচনা করে তিনি বলেন, মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদ তথা ফিলিস্তিনি ইস্যুতে মুসলমানদের নীরবতা গ্রহণযোগ্য নয়। বর্তমানে মুসলিম বিশ্বে সাহসিকতার প্রয়োজন দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, আমেরিকার সহযোগিতায় এবং সৌদি শাসক গোষ্ঠীর অর্থায়নে ইহুদিবাদী ইসরাইল ইরান তথা গোটা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত ঐক্য ও সংহতি বজায় রেখে দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে ষড়যন্ত্র মোকাবিলা করা।
iqna

 

captcha