IQNA

দায়েশের হাতে ধ্বংস হয়েছে মসুলের অধিকাংশ মাযার + ছবি

23:17 - January 19, 2018
সংবাদ: 2604837
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের নেইনাওয়া প্রদেশের অধিকাংশ মাযার ধ্বংস করেছে।

 দায়েশের হাতে ধ্বংস হয়েছে মসুলের অধিকাংশ মাযার

বার্তা সংস্থা ইকনা: কুলশিত হৃদয়ের অধিকারী দায়েশ কর্তৃক যেসকল মাযার ধ্বংস হয়েছে সেগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, তালায়াফারে সাদ ইবনে আকিলের মাযার, মাযার, ইমাম সাজ্জাদ (আ.)এর কন্যার যায়নাব সুগরার মাযার, শাঙ্গালে জাকির আল দীন আরুজির মাযার, ইমাম আলী (আ.)এর সন্তানদের মাযার এবং আম্বিয়া, আওলিয়া ও সালেহিনদের মাজার।

দায়েশ তথা আইএসের সন্ত্রাসীরা মসুল শহর দখল করার পর এই শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক নিদর্শন ধ্বংস করেছে। ইরাক দায়েশ মুক্ত হওয়ার পর সেদেশের শিয়া ওয়াকফ দিওয়ান ধ্বংসপ্রাপ্ত মাযারগুলো সংস্কার করার দায়িত্ব গ্রহণ করেছে।

iqna

 

 

captcha