IQNA

বিশ্ব জয় করার জন্য ইমাম মাহদীর পদক্ষেপ

21:43 - January 20, 2018
সংবাদ: 2604844
এত কোন সন্দেহ নেই যে, ইমাম মাহদী গোটা বিশ্বকে জয় করবেন। তবে কিছু কিছু শহরের নাম উল্লেখ করা হয়েছে এর কারণ হচ্ছে ঐ সকল শহর ও দেশের গুরুত্ব হচ্ছে খুব বেশী।

বিশ্ব জয় করার জন্য ইমাম মাহদীর পদক্ষেপ
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: কিছু হাদিসে উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম এবং সারা বিশ্বের কথা বলা হয়েছে। তবে আরও কিছু হাদিসে গুরুত্বপূর্ণ কিছু শহর ও দেশের নাম বলা হয়েছে, যেমন কুফা শহর, মক্কা শহর বাইতুল মুকাদ্দাস ইত্যাদি।

সূরা হাজ্জের ৪১ নম্বর আয়াতে বলা হয়েছে- الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآَتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ

তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি-সামর্থ্য দান করলে তারা নামায কায়েম করবে,যাকাত দেবে এবং সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করবে। প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহর ক্ষমতার আওতায় রয়েছে।

এ আয়াতে বিশ্বনবীর সেইসব অনুসারীর কথা বলা হয়েছে যারা দ্বীন প্রচারে তাঁকে সহযোগিতা করে। আল্লাহ বলেন: তাদের জিহাদের উদ্দেশ্য নতুন নতুন দেশ দখল ও আধিপত্য বিস্তার করা নয়, বরং আল্লাহর দ্বীন ও আহকাম প্রচার করা যার প্রথম হল নামাজ কায়েম, যাকাত আদায় ও সৎ কাজের আদেশ দেয়া। নামাজ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি করে, যাকাত বঞ্চিতদের সঙ্গে সাধারণ মানুষের সেতুবন্ধন তৈরি করে আর সৎ কাজের আদেশ সুস্থ সমাজ ব্যবস্থা গঠন করতে সহায়তা করে।

ক্ষমতা যদি সৎ ও মুমিন ব্যক্তির হাতে থাকে তাহলে তার সঠিক ব্যবহার হয় এবং সাধারণ মানুষ উপকৃত হয়।

সৎ মানুষদের দ্বারা গঠিত সরকার যেমনি মানুষের আত্মিক উন্নতির জন্য চেষ্টা করে তেমনি তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করে তাদের স্বাচ্ছন্দ্য জীবনযাপনও নিশ্চিত করে। শাবিস্তান

captcha