IQNA

সর্বোচ্চ নেতা;

চলমান বিশ্বপরিস্থিতির প্রতি যুবসমাজের গভীর দৃষ্টি রাখতে হবে

22:53 - January 28, 2018
সংবাদ: 2604909
রাজনীতি বিভাগ: ইরানের ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, বর্তমান যুবসমাজের উপর অপরিহার্য দায়িত্ব হচ্ছে চলমান বিশ্বপরিস্থিতির প্রতি গভীর দৃষ্টি রেখে নিজেদের করণীয় নির্ধারণ করা।

চলমান বিশ্বপরিস্থিতির প্রতি যুবসমাজের গভীর দৃষ্টি রাখতে হবে
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইউরোপের মুসলিম স্টুডেন্টদের এক সেমিনার গতকাল শনিবার ভিয়েনাতে শুরু হয়েছে। এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী’র প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন 'জাওয়াদ এঝেয়ি' ভিয়েনায় সর্বোচ্চ নেতার উক্ত বাণী পাঠ করে শোনান।

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বর্তমান সময় অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। তাই এ সময়ে যুবসমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী দায়িত্ব হচ্ছে চলমান বিশ্ব পরিস্থিতির প্রতি সচেতন দৃষ্টি রাখা এবং সে অনুযায়ী নিজেদের করণীয় নির্ধারণ করা। যাতে তারা কোন ধরনের প্রতারণা ও প্রবঞ্চনার শিকার না হয়।

যে কোন জাতির আগামী দিনের কর্ণধার হচ্ছে যুবসমাজ; তাই তাদেরকে আগামী দিনের কঠিন পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা জরুরী। স্বভাবগতভাবেই যুবকরা অনুসন্ধানী ও সত্য সন্ধানী; তাই সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যুবসমাজকে আন্তরিক ও উদ্যমী হওয়া প্রয়োজন।
আপনাদের সকলের সৌভাগ্যের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া চাচ্ছি।
iqna

captcha