IQNA

তুরস্কের মিউজিয়ামে পবিত্র কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

5:04 - February 11, 2018
সংবাদ: 2605024
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের তুকাত শহরের আনাতোলিয়া অঞ্চলে সেদেশের প্রাচীনতম পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।


বার্তা সংস্থা ইকনা: আনাতোলিয়ার সংস্কৃতি এবং পর্যটন বিভাগের পরিচালক অদা জাকির বলেন: পবিত্র কুরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি এতদিন আমাদের মিউজিয়ামের সংরক্ষিত ছিল।
তিনি বলেন: এই পাণ্ডুলিপিটি তুকাত শহরের থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর ২০১০ সালে পাণ্ডুলিপির সংস্কার করা হয়।
প্রয়োজনীয় গবেষণা শেষ করে এটা বোঝা গিয়েছে যে, এই পাণ্ডুলিপিটি ১১৯০ খ্রিস্টাব্দে লেখা হয়েছে।
জাকির আরও বলেন প্রায় ৮০০ বছর প্রাচীন এই পাণ্ডুলিপিটি একটি অনন্য পাণ্ডুলিপি। আরবি টেক্সটের নীচে অনুবাদ করা রয়েছে।
iqna

 

captcha