IQNA

বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট;

ইসলামি বিপ্লবের ৪০তম বর্ষে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে হবে

19:01 - February 11, 2018
সংবাদ: 2605025
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের সহযোগিতায় মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতিও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেয়েছে। আজ (রোববার) ইরানের রাজধানী তেহরানে ইসলামি বিপ্লব বার্ষিকীর বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন।

ইসলামি বিপ্লবের ৪০তম বর্ষে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে হবে

 
বার্তা সংস্থা ইকনা: ড. রুহানি আরও বলেছেন, ইরান সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। আমাদের আশেপাশের দেশগুলোতে সন্ত্রাসীরা যেখানে ইচ্ছা প্রবেশ করে মানুষ হত্যা করেছে। কিন্তু তারা ইরানের সীমান্তে এসে গোয়েন্দা মন্ত্রণালয়ের লোকজন এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কাছে ধরাশায়ী হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরাক ও সিরিয়ার মানুষের প্রতি ইরানিরা সহযোগিতার যে হাত বাড়িয়ে দিয়েছিল তা সাফল্য ছিনিয়ে এনেছে। মধ্যপ্রাচ্যের মানুষেরা সন্ত্রাসবাদের হাত থেকে রক্ষা পেয়েছে।

বিপ্লব বার্ষিকীর সমাবেশে তিনি আরও বলেন, "আমরা বিশ্বকে এটা জানিয়ে দিয়েছি যে, আমরা শক্তিশালী। আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি এবং সঠিক পথ ধরে এগিয়ে যাচ্ছি।" ফিলিস্তিন ও বায়তুল মুকাদ্দাসের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের কথা তুলে ধরে তিনি বলেন, গোটা বিশ্ব আমেরিকার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু মুসলিম দেশ নয় জাতিসংঘের গুটি কয়েক দেশ ছাড়া আর সবাই সাধারণ পরিষদে ওই ষড়যন্ত্রের বিরোধিতা করেছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ষড়যন্ত্রকারীরা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে খণ্ড-বিখণ্ড করতে চায়। ইরাকি জাতির সচেতনতা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতার কারণে ইরানের বন্ধুপ্রতীম দেশগুলোর অখণ্ডতা নিশ্চিত হয়েছে। লেবানন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের সচেতনতা ও মিত্র দেশগুলোর সহযোগিতার কারণে লেবাননেও আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বহুপক্ষীয় আলোচনায় ইরানের সাফল্য তুলে ধরে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান করতে হবে রাজনৈতিক উপায়ে এবং অন্যান্য দেশের সহযোগিতায় গোটা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। কিন্তু ইরানের জনগণ ঐক্য, সংহতি ও দৃঢ়তার মাধ্যমে তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে।

ইরানের পরমাণু সমঝোতার বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমেরিকা এ পর্যন্ত কয়েক বার আঞ্চলিক ও আন্তর্জাতিক এ সমঝোতাকে ধ্বংসের চেষ্টা করেছে। কিন্তু এখন পর্যন্ত সফল হয় নি। তারা যদি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায় তাহলে স্বল্প সময়ের মধ্যেই ক্ষতির শিকার হবে।

captcha