IQNA

এক নারীর কারণে মুসলমান হলো পুরো গ্রামের অধিবাসী

0:34 - February 12, 2018
সংবাদ: 2605030
আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার নারী "হালিমী গোবো সোরা" ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার পর গ্রামের অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্মের তাবলীগ করেন। তার তাবলীগের ফলে তার প্রতিবেশী এবং গ্রামের সকলে মুসলমান হন।

 

বার্তা সংস্থা ইকনা: ইথিওপিয়ার হালিমী ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে "রাবেয়া" রেখেছেন। ইথিওপিয়ার ইয়াবিলু শহরের অদূরে সিমু গ্রামে ৫ সন্তানকে নিয়ে তিনি বসবাস করেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি প্রথমে নিজের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে তাবলীগ শুরু করেন এবং তাদেরকে ইসলাম ধর্মের প্রতি আমন্ত্রণ জানান।

তার পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়রা ইসলাম ধর্ম গ্রহণের পর রাবেয়া তার গ্রামে তাবলীগ শুরু করেন।

রাবেয়া বলেন: তাবলীগ করার জন্য এই গ্রামে খৃষ্টান ধর্মের প্রচার গ্রুপ আসে। তাদের নির্দয় আচরণ এবং অনৈতিকতার কারণে বেশ কয়েকবার পরিলক্ষিত করেছি। কিন্তু মুসলমানদের মধ্যে এটা কখনোই দেখতে পায়নি।

মুসলমানদের সুন্দর আখলাকের কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তিনি আশা করছেন গ্রামের সকল মুসলিম প্রতিবেশীদের সাথে নিরাপত্তা এবং সম্মানের সাথে জীবন যাপন করতে পারেন।

উল্লেখ্য, ইথিওপিয়া আফ্রিকার একটি দেশ। এটি আফ্রিকার দশম বৃহত্তম দেশ। এই দেশের রাজধানী "আদিস আবাব"। সর্বশেষ জরিপ অনুযায়ী দেশটির মোট জনসংখ্যার ৩৩ শতাংশ জনগণ মুসলমান।

iqna

 

captcha