IQNA

ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতার বানী

আপনাদের বিশাল মহিমান্বিত উপস্থিতি শত্রুদের জন্য কঠোর এবং নিশ্চিত জবাব

0:08 - February 13, 2018
সংবাদ: 2605036
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা আলী খামেনেয়ী এক শুভেচ্ছা বার্তায় ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর সমাবেশে জনগণের মহিমান্বিত উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন।

 

বার্তা সংস্থা ইকনা: ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয় বার্ষিকীর সমাবেশে জনগণের মহিমান্বিত উপস্থিতির উপলক্ষে ১১ই ফেব্রুয়ারিতে সর্বোচ্চ নেতা প্রদত্ত বানীটি নীচে তুলে ধরা হল:

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আপনাদের এই বিশাল মহিমান্বিত উপস্থিতি যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি তা বিদেশি শত্রু ও যারা দুর্বল বিশ্বাস নিয়ে ছিল তাদের জন্য কঠোর এবং নিশ্চিত জবাব। ইরান ও ইরানিদের ব্যাপারে ভুল হিসেবে নিকেশ করে শত্রুরা এ বছরের বিপ্লব বিজয় বার্ষিকীকে গুরুত্বহীন প্রমাণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করেছিল এবং ব্যাপক অপপ্রচার চালিয়েছিল। কিন্তু ইরানের জনগণ সমাবেশে উপস্থিতির মাধ্যমে শত্রুদেরকে দেখিয়ে দিয়েছে তারা আজো ইসলামি বিপ্লবের প্রতি অটল রয়েছে এবং বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি(র.)এর আদর্শের প্রতি দৃঢ় সমর্থন ঘোষণা করেছে। ইরানী জাতির ভয়ে শত্রুরা পশ্চাদপসরণ করেছে। সরকারি কর্মকর্তাদের এ ব্যাপারটিকে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং সম্পূর্ণ সহনশীলতা, বিপ্লবী চেতনা, জিহাদি জনতার সেবা ও বিপ্লবী আদর্শ রক্ষায় নিজেদের নিয়োজিত রাখা।

ولا تهنوا و لاتحزنوا و انتم الأعلون ان کنتم مؤمنین

এবং তোমরা শৈথিল্য প্রদর্শন কর না এবং (বিপদে) দুঃখ কর না, (কেননা,) যদি তোমরা খাঁটি বিশ্বাসী হয়ে থাক তবে তোমরাই শ্রেষ্ঠ (ও প্রভাবশালী) হবে।

ওয়া আস-সালাম ওয়া রহমাতুল্লাহ

২২ বহমান (১১ই ফেব্রুয়ারি)

iqna

 

captcha