IQNA

আয়াতুল্লাহ আল-উজমা জাফার সুবহানী'র ব্যাখ্যা;

সূরা নূরের ৩৬ নম্বর আয়াতে "বুয়ুত"-এর অর্থ

23:53 - February 15, 2018
সংবাদ: 2605060
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আল-উজমা জাফর সুবহানী গুরুত্বারোপ করে বলেছেন: আহলে সুন্নতের আলেমগণ সূরা নূরের ৩৬ নম্বর আয়াত «فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ» সম্পর্কে ব্যাখ্যায় বলেন, এই আয়াতে " بُيُوت (বুয়ুত) শব্দের অর্থ হচ্ছে মসজিদ। কিন্তু প্রকৃত পক্ষে এই আয়াতে বুয়ুত শব্দের অর্থ আল্লাহর আম্বিয়া ও ইমামদের গৃহকে বুঝানো হয়েছে।



বার্তা সংস্থা ইকনা: গতকাল তিনি এক সমাবেশে
«فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ»
অর্থ: (এ প্রদীপ) সেসব গৃহে অবস্থিত যাকে আল্লাহ সমুন্নীত করার (ও উচ্চ মর্যাদা দানের) এবং তাতে তাঁর নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন, (কারণ,) সেগুলোতে প্রভাতে ও সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে।

(নুর / আয়াত ৩৬) সম্পর্কে বলেন: আহলে সুন্নতগণ এই আয়াতের বুয়ুত বলতে মসজিদকে বুঝিয়েছেন। কিন্তু তাদের নিজেদের মূলগ্রন্থসমূহে এই আয়াতের বুয়ুত বলতে আম্বিয়াদের গৃহ বুঝানো হয়েছে।
তিনি বলেন: যখন আয়াতটি হযরত মুহাম্মাদ (সা.)এর উপর নাযিল হয় তখন তিনি মসজিদে ছিলেন। আয়াতটি তিলাওয়াত করে তিনি বলেন: বুয়ুত (গৃহসমূহ) বলতে আম্বিয়াদের গৃহসমূহকে বোঝানো হয়েছে। -এছাড়াও সুউতি বর্ণনা করেছেন, নবীগণের গৃহসমূহকে বোঝানো হয়েছে।- মহানবী (সা.) এই কথা বলার পর প্রথম খলিফা উঠে দড়িয়ে বললেন: আলীর গৃহও এরমধ্যে শামিল হবে। একথা শুনে পয়গাম্বর (সা.) বললেন: হ্যাঁ, বরং তাঁর গৃহের মর্যাদা আরও অনেক বেশী।
আয়াতুল্লাহ আল-উজমা সুবহানী বলেন: হযরত ফাতেমা যাহরা (সা.) এবং সকল ইমামদের গৃহ এই আয়াতের "বুয়ুত"-এর মধ্যে শামিল হবে। যারা এই বিষয়টি অস্বীকার করবে তারা এই আয়াতের বিরুদ্ধে অবস্থান করবে।
তিনি আরও বলেন: আর কয়েকদিন পর নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) শাহাদাত বার্ষিকী। তার শাহাদাতের পূর্বে অনেক ঘটনা ঘটেছে। তার গৃহের মর্যাদাও অনেক ঊর্ধ্বে। মুবাল্লিগদের উচিত এ বিষয়ে তাবলীগ করা।

iqna

 

captcha