IQNA

নিউজিল্যান্ডের চার্চে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ

16:07 - February 16, 2018
সংবাদ: 2605064
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্যানটারবেরী প্রদেশের ক্রাইস্টচার্চ সিটির একটি চার্চে প্রথম বারের মতো বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআন পাণ্ডুলিপির প্রদর্শিত হবে। প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থীদের মাঝে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি বিতরণ করা হবে।


বার্তা সংস্থা ইকনা: এই প্রদর্শনী আগামীকাল (১৭ই ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে। নিউজিল্যান্ডের অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দুর করার জন্য এই প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের ৪৫টি পাণ্ডুলিপি উপস্থাপন করা হবে।
নিউজিল্যান্ডের একটি মসজিদের পেশ ইমাম মুসতানসীর কামারের উদ্যোগে (২৮) সেদেশ জুড়ে ইসলামী প্রদর্শনী প্রদর্শিত হয়েছিলো। পুনরায় মুসতানসীরির উদ্যোগে আগামীকাল প্রথমবারের মতো সেদেশের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রাইস্টচার্চে অনুদিত কুরআনের প্রদর্শিত করতে যাচ্ছে।
তিনি তিন বছর পূর্বে ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডে যান এবং সেখানে গিয়ে "নিউজিল্যান্ডের সত্যিকারের ইসলাম" গ্রুপের সদস্য হন। এই গ্রুপের সদস্য হওয়ার পর তিনি নিউজিল্যান্ডে ইসলামী শিক্ষার ক্যাম্পেইন চালুকরেন।
তিনি বলেন: এই প্রদর্শনীর মুল আকর্ষণ হচ্ছে মাওরি ভাষায় অনুদিত কুরআন। কারণ আমাদের দলের এক সদস্য ২০ বছর দীর্ঘ পরিশ্রমের মধ্যে মাওরি ভাষায় কুরআন অনুবাদ সম্পন্ন করেছেন।

তিনি আরও বলেন: এই প্রদর্শনী যারা প্রদর্শন করতে আসবে তাদেরকে পবিত্র কুরআনের এক খণ্ড পাণ্ডুলিপি উপহার দেয়া হবে।

iqna

captcha