IQNA

হিজবুল্লাহ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের তেল-গ্যাস ক্ষেত্র ধ্বংস করতে সক্ষম

0:58 - February 18, 2018
সংবাদ: 2605078
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ ১৬ই ফেব্রুয়ারি রাতে এক ভাষণে বলেন: সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইসরাইলি এফ-সিক্সটিন জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনাটি বিশাল সামরিক অর্জন।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ লেবাননের তেল ও গ্যাস সম্পদ দখলে ইসরাইলি চক্রান্তের কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হিজবুল্লাহ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের তেল-গ্যাস ক্ষেত্র ধ্বংস করতে সক্ষম।

তিনি বলেন, “ইসরাইলি বিমান হামলা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে সিরিয়া আন্দোলন। প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইহুদিবাদী বিমান গুলি করে ভূপাতিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আর যারা এই নির্দেশ বাস্তবায়ন করেছেন তারা হলেন সিরিয়ার সেনাবাহিনীর কর্মকর্তা ও সাধারণ জওয়ান।”

ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত করার সিদ্ধান্ত নেয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরিয়ার মিত্রদের জানানো হয়েছিল বলেও উল্লেখ করেন সাইয়্যেদ নাসরুল্লাহ। তিনি বলেন, ইসরাইলের যখন যেখানে খুশি হামলা চালানোর দিন যে শেষ হয়ে গেছে তাদের জঙ্গিবিমান ভূপাতিত করার মাধ্যমে সে বাস্তবতা ফুটে উঠেছে।

ভূমধ্যসাগরে লেবাননের ব্লক-নাইন গ্যাসক্ষেত্রের মালিকানা দাবি করে ইহুদিবাদী ইসরাইল যে বক্তৃতা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে হিজবুল্লাহ মহাসচিব বলেন, তেল আবিবের এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়িত হবে না। তিনি ইসরাইলের এই অন্যায় অবস্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রয়োজনে দেশের সম্পদ রক্ষার জন্য হিজবুল্লাহ ময়দানে অবতীর্ন হবে।

তিনি গোলান মালভূমিকে তেল, গ্যাস ও পানির বিশাল ভাণ্ডার হিসেবে উল্লেখ করে বলেন, এই মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে বলে গোটা মালভূমিকে ইসরাইলের হাতে তুলে দিতে চায় আমেরিকা। সিরিয়া অভ্যন্তরে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে লেলিয়ে দেয়ার এটিও অন্যতম কারণ ছিল বলে হাসান নাসরুল্লাহ মন্তব্য করেন।

iqna

 

captcha