IQNA

ইসলামি বিপ্লবের প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন বিস্ময়কর: রাহবার

1:02 - February 19, 2018
সংবাদ: 2605087
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লব বিজয়ের ৪ দশক অতিবাহিত হওয়ার পরও এ বিপ্লব বার্ষিকীতে সারা ইরান ব্যাপী সর্বস্থরের জনগণের স্বত:ফূর্ত অংশগহণ একটি বিস্ময়কর নজিরবিহিন ঘটনা।


বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গতকাল (রোববার) ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তেহরানে আগত হাজার হাজার মানুষের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে চলতি বছরের বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রায় জনগণের বিপুল অংশগ্রহণকে অলৌকিক ঘটনা হিসেবে উল্লেখ করে বলেন: গত ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের ৩৯তম বিজয়বার্ষিকী উদযাপিত হয়েছে। এ দিবসের শোভাযাত্রায় জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

এ সম্পর্কে সর্বোচ্চ নেতা তার ভাষণে বলেন, এ বছরের বিপ্লব বার্ষিকীর শোভাযাত্রা ছিল অন্য বছরগুলোর তুলনায় সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, “৩৯ বছর পর এত বেশি জনতার অংশগ্রহণকে অলৌকিক ঘটনার মতো লাগছে। বিশ্বের অন্য কোনো বিপ্লবের চার দশক পর এ ধরনের জনসমর্থন কখনো দেখা যায়নি। কিন্তু ইরানের জনগণ রাজপথে নেমে বিপ্লবের প্রতি সমর্থনের ব্যাপারে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে।"

তিনি বলেন, জনগণের মধ্যে কোনো কোনো বিষয়ে হয়ত অসন্তোষ আছে। কিন্তু যখনই বিপ্লব এবং ইসলামি শাসনব্যবস্থার প্রসঙ্গ এসেছে তখনই তারা ময়দানে নেমে নিজেদের শক্ত অবস্থানের কথা ঘোষণা করেছে।

ইরানের ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার দেশের সরকারসহ পদস্থ কর্মকর্তাদের প্রতি জনগণের যথাযথ সেবাদান এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান নানাবিধ সমস্যা দূরীকরণে সাধ্য অনুযায়ী চেষ্টা চালানোর নির্দেশ দেন।

iqna

captcha