IQNA

অলিম্পিক ২০২০-এ থাকছে ভ্রাম্যমান মসজিদ

18:12 - February 19, 2018
সংবাদ: 2605090
আন্তর্জাতিক ডেস্কঃ টোকিও ২০২০ অলিম্পিক ও প্যারা অলিম্পিক আয়োজনকারী কর্মকর্তারা, মুসলিম খেলোয়াড় ও দর্শকদের জন্য ভ্রাম্যমান মসজিদ তৈরীর প্রকল্প হাতে নিয়েছেন।

দৈনিক ইউমিউরি শিম্বুন-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ভ্রাম্যমান এ মসজিদগুলোকে বিভিন্ন স্টেডিয়াম ও প্রাকটিস ক্যাম্পগুলোর পাশে রাখা হবে, যাতে মুসলিম খেলোয়াড় ও দর্শকরা সহজেই নামায আদায় করতে পারেন।

স্থানান্তরের সুবিধার জন্য মসজিদগুলো বড় সাইজের ট্রলির উপর তৈরী করা হবে।

অলিম্পিক গেইমস আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের দায়িত্বে থাকা কোম্পানীগুলোর একটির মালিক ইয়াসুহারু ইনুএ এ প্রকল্পের প্রস্তাবনা পেশ করেছেন।

এ সম্পর্কে তিনি জানিয়েছেন: মুসলমানদের জন্য নামায পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্ববহ। এ কারণে আমি এ প্রস্তাব রেখেছি; যাতে মুসলমানদের ইবাদতের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরী করা যায়। আর এর মাধ্যমে আমরা মুসলমানদেরকে টোকিওতে স্বাগত জানাতে চাই।

কয়েকটি কোম্পানীর সহযোগিতায় ইতিমধ্যে ইনুএ’র কোম্পানী এ প্রকল্পের উপর গবেষণা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে মসজিদের অভ্যন্তরীন ডেকোরেশনের জন্য কাতারের এক ডিজাইনারকে সহযোগিতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভ্রাম্যমান প্রথম মসজিদটি চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন করা যাবে বলে আশা করছেন ইনুএ।#3692983 

captcha