IQNA

তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব;

ইরান বিরোধী জোট গঠনের পায়তারা চালাচ্ছে আমেরিকা, ইসলাইল ও সৌদি আরব

21:25 - February 23, 2018
সংবাদ: 2605114
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আলি মুয়াহহেদি কেরমানি বলেছেন: আমেরিকা, ইসরাইল এবং সৌদি আরব ইরানের বিরুদ্ধে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঐকমত্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তারা ইরানের উন্নয়ন ও অগ্রগতিতে বিরক্ত এবং অসন্তুষ্ট বলেও তিনি মন্তব্য করেন।

 

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি বিপ্লবের উন্নতি প্রসঙ্গে বিশিষ্ট এই আলেম আজকের খুতবায় আরও বলেন, শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও সকল ক্ষেত্রে ইরানের অগ্রগতি অব্যাহত থাকবে।

তেহরানের পাসদারান স্ট্রিটে সন্ত্রাসী হামলায় ৩ পুলিশ সদস্য ও স্বেচ্ছাসেবক বাহিনীর ২ সদস্যের শাহাদাতের ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ কেরমানি আদালতের প্রতি আহ্বান জানান, ওই ঘটনার হোতাদের যেন দৃষ্টান্তমূলক বিচার করা হয়।

একইসঙ্গে তিনি তেহরান থেকে ইয়াসুজগামী যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত যাত্রীদের রূহের মাগফেরাত কামনা করেন।

আয়াতুল্লাহ কেরমানি জুমার নামাজের দ্বিতীয় খোতবায় বেলায়াত রক্ষায় মা ফাতিমার ভূমিকার কথা উল্লেখ করে বলেন: মহানবীর ওফাতের পর শত্রুরা আহলে বাইতের প্রতি একর পর এক অত্যাচার চালাতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে: হযরত আলীকে তার খেলাফত থেকে বঞ্চিত করা, বাগে ফিদাক কেড়ে নেয়া মা ফাতিমার উপর নির্যাতন চলানো ইত্যাদি।

তিনি বলেন: কিন্তু ঐ কঠিন পরিস্থিতিতেও মা ফাতিমা মাওলা আলীর হক তথা বেলায়াত ও ইমামত রক্ষার জন্য নিজের জীবনের শেষ মূহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যান। তার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদে নববীতে খোতবা দেয়া, আবু কবর ওমরকে তার জানাজায় শরীক হতে না দেয়া, রাতে গোসল, দাফন ও কাফন দেয়ার জন্য ওসিয়ত করে যাওয়া ইত্যাদি।

iqna

 

captcha