IQNA

নির্বাচনে মানুষের নিকট থেকে ভোট ক্রয় করা হারাম; হিজবুল্লাহ

14:20 - February 25, 2018
সংবাদ: 2605124
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের "ইমাম মুন্তাজার (আ.)" হাউজা-এ-ইলমিয়ার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বালবেক শহরে বক্তৃতা পেশ করেছেন।



বার্তা সংস্থা ইকনা: লেবাননের "ইমাম মুন্তাজার (আ.)" হাউজা-এ-ইলমিয়ার ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বালবেক শহরের ইমাম খোমেনী (রহ.) সংস্কৃতি সেন্টরে বক্তৃতা পেশ করেছেন।
বক্তৃতার প্রথমে হাসান নাসরুল্লাহ বলেন: এই হাউসা-এ-ইলমিয়া হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়্যেদ আব্বাস আল মুসাভী হাতে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি লেবাননের ইতিহাসের একটি অমূল্য রত্ন।
এরপর তিনি লেবাননের সংসদীয় নির্বাচনের ব্যাপারে বলেন: নির্বাচন উপলক্ষ্যে জনগণকে লোভ দেখিয়ে ভোট ক্রয়-বিক্রয় করা হারাম।
তিনি বলেন,আগামী নির্বাচনে মার্কিনপন্থি কোনো প্রার্থীকে ভোট দেবেন না। তিনি বলেন, এ ধরনের প্রার্থী নির্বাচিত হলে লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে।
লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে শনিবার হিজবুল্লাহ সমর্থকদের উদ্দেশে টেলিভিশনের মাধ্যমে দেয়া ভাষণে হাসান নাসরুল্লাহ একথা বলেন। আগামী ৬ মে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে সর্বস্তরের জনগণকে তিনি ভোট দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচনের সময় ভোটারদেরকে দেশের স্বার্থ বিবেচনা করা উচিত। দেশের প্রতি জনগণের যে দায়িত্ব রয়েছে আসন্ন সংসদ নির্বাচনে তা পূর্ণ করতে হবে।
সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেন, প্রার্থীর পারিবারিক যোগাযোগ, ধর্মীয় অথবা রাজনৈতিক দলের পরিচয় দেখে ভোটারদের সিদ্ধান্ত উচিত নয়। হিজবুল্লাহর সংসদ সদস্যরা শুধুমাত্র রাজনৈতিক জোটের নয় বরং পুরো লেবাননের প্রতিনিধিত্ব করেন বলেও তিনি জানান।
হাসান নাসরুল্লাহ জোর দিয়ে বলেন, যেসব ব্যক্তি লেবাননকে আমেরিকার হাতে তুলে দেবে, তেলের মজুদকে তুলে দেবে ইহুদিবাদী ইসরাইলের কাছে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কিংবা দেশের অর্থনীতিকে ধ্বংস করবে তাদেরকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে হিজবুল্লাহর প্রতি জনগণর সমর্থন এ আন্দোলনের জন্য শহীদ ব্যক্তিদের রক্তকে সংরক্ষণ করবে বলেও তিনি মন্তব্য করেন।

 iqna

captcha