IQNA

নবী নন্দিনীর জন্মবার্ষিকী উপলক্ষে নাযাফ ও কারবালায় মাহফিল + ছবি

1:50 - March 10, 2018
সংবাদ: 2605231
আন্তর্জাতিক ডেস্ক: জমাদিউসসানি মাসের বিশ তারিখ মানব-ইতিহাসের বর্ণনাতীত গৌরব ও খুশির দিনগুলোর অন্যতম। কারণ এ দিনে জন্ম নিয়েছিলেন মানবজাতির অনন্য গৌরব ও শ্রেষ্ঠ মহামানবী হযরত ফাতিমা যাহরা সালামুল্লাহি আলাইহা। তাঁর পবিত্র জন্মদিন উপলক্ষে সবাইকে জানাচ্ছি সালাম ও প্রাণঢালা মুবারক-বাদ।

 

 

বার্তা সংস্থা ইকনা: নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ইরাকের পবিত্র নগরী নাযাফ ও কারবালায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মাহফিল ৯ মার্চ রাতে কারবালায় হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারে অনুষ্ঠিত হয়েছে।

ইরাকের কাফিল মহিলা বিদ্যালয়ের উদ্যোগে হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের "সিদ্দিকা তাহেরা (সা. আ.) নামক মিলনায়তনে দেশী ও বিদেশী অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাযারের পরিচালক সাইয়্যেদ আহমাদ সাফী এই অনুষ্ঠানে বলেন: আমরা হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর থেকে যতদূরে সরে যাব, ঠিক হক্বের পথ থেকে আমারা ততদুরে সরে যাব এবং হক্বের পথ থেক যতদূরে সরে যাব, ঠিক বাতিল পথ আমাদের তত নিকটবর্তী হবে।

পরবর্তীতে তিন হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর জীবনীর উপর আলোকপাত করেন এবং কারবালায় পারিবারিক ও সংস্কৃতি বিষয়ক একটি নতুন সেন্টার উদ্বোধন হয়েছে বলে তিনি জানান।

এছাড়াও হযরত ফাতেমা যাহরা (সা. আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ৮ম মার্চ সন্ধ্যায় কারবালায় হযরত ইমাম হুসাইন (আ.)এর মাযারে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে এই বিশেষ দিনটি উপলক্ষে নাযাফে হযরত আলী (আ.)এর মাযার সুসজ্জিত করা হয় এবং সেখানেও উৎসব মহফিল অনুষ্ঠিত হয়।

iqna

 

 

captcha