IQNA

ইরানের সর্বোচ্চ নেতা ;

শত্রুদের সাথে লড়তে তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে

20:47 - March 10, 2018
সংবাদ: 2605234
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উজমা আলী খামেনেয়ি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামি বিপ্লবকে ধ্বংস করতে ইরানের ওপর আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল।

 

বার্তা সংস্থা ইকনা: কিন্তু ইরানি তরুণদের ঈমানি শক্তি, আত্মত্যাগ, মহানুভবতা, সাহস ও সচেতনতার কারণে ওই যুদ্ধ আমাদের পক্ষে গেছে এবং ইসলামি বিপ্লব আরও বেশি দৃঢ় ও শক্তিশালী হয়েছে। ইরানের যুদ্ধাঞ্চলগুলো পরিদর্শনকারী ছাত্র-ছাত্রীদের এক সমাবেশে তিনি আজ (১০ম মার্চ) এ কথা বলেন।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আট বছরের প্রতিরক্ষা যুদ্ধের সময়টা হচ্ছে গুরুত্বপূর্ণ রিজার্ভ। শত্রুরা সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এর বিপরীতে  সব ক্ষেত্রে ইরানের উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিরক্ষা যুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করতে হবে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে।

তিনি বলেন, ইরানের ইসলামি বিপ্লব পাচ্য ও পাশ্চাত্যের শক্তিধরদের মসনদে কাঁপন ধরিয়েছে। ইসলামি বিপ্লবের প্রভাবে আধিপত্যকামী শক্তি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ে। এ কারণে তারা যেকোনো মূল্যে ইসলামি বিপ্লবকে ধ্বংসের চেষ্টা চালিয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। ইসলামি বিপ্লব ধ্বংসের লক্ষ্যে ইরানে হামলার জন্য তারা ইরাকের সাবেক স্বৈরাচার সাদ্দামকে উসকানি দিয়েছিল।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় আমেরিকা, ইউরোপ ও সাবেক সোভিয়েত ইউনিয়ন ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যুদ্ধের মাঝামাঝি দিকে ফ্রান্স সাদ্দামকে সর্বাধুনিক বিমান ও হেলিকপ্টার দিয়েছিল। এছাড়া জার্মানি প্রকাশ্যে রাসায়নিক অস্ত্র দিয়েছিল।

 iqna

captcha