IQNA

পুনর্নির্মাণ করা হল চিলির প্রাচীনতম মসজিদ

0:29 - March 12, 2018
সংবাদ: 2605246
আন্তর্জাতিক ডেস্ক: চিলির রাজধানী সান্তিয়াগোর প্রাচীনতম "আস-সালাম" মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে। মসজিদটি তুরস্কের একটি সংস্থা পুনর্নির্মাণ করেছে।

 

বার্তা সংস্থা ইকনা: আস-সালাম মসজিদটির বাইরের দেয়াল, ওজুখানা এবং ডাইনিং রুম ১৯৮৯ সালে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ডেভেলপমেন্ট এজেন্সি পক্ষ থেকে এবং তুরস্কের সহযোগিতায় পুনর্নির্মাণ করা হয়েছে।

চিলি প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এই মসজিদ। মসজিদটির ছাদও মেরামত করা হয়েছে।

চিলিতে মোট ৪ হাজার মুসলিম অধিবাসী রয়েছে। এরমধ্যে অধিকাংশ মুসলমান সান্টিয়াগো এবং এন্টোফাগস্টায় বসবাস করে। ২০০৯ সালে পিউ রিসার্চ সেন্টার এক প্রতিবেদন প্রকাশে করেছে, দেশটিতে ৪০ জনের কম শিয়া নাগরিক রয়েছে।

iqna

captcha