IQNA

কিরকুকে আল-মুস্তাফা জামে মসজিদে বোমা বিস্ফোরণ

23:22 - March 13, 2018
সংবাদ: 2605253
আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র সন্ত্রাসীরা ইরাকের তিকরিত-কিরকুক শহরের মধ্যস্থ রোডের পাশে আল-মুস্তাফা জামে মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

 

বার্তা সংস্থা ইকনা: সালাহ উদ্দিন প্রদেশের এক নিরাপত্তা উৎস আজ (১৩ই মার্চ) ঘোষণা করেছে, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী ইরাকের তিকরিত-কিরকুক শহরের মধ্যস্থ রোডের পাশে আল-মুস্তাফা জামে মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।
ধারণা করা হচ্ছে এই সশস্ত্র সন্ত্রাসীরা তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের সদস্য। আজ ভোররাতে আল-মুস্তাফা জামে মসজিদে হামলা চালিয়ে মসজিদটি ধ্বংস করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই উৎস আরও জানিয়েছে, ইরাকের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হামলার ব্যাপারে তদন্ত শুরু করেছে। নিরাপত্তা কর্মীরা জানিয়েছে, এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের ফলে মসজিদের ব্যাপক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, ইরাকের স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনীর প্রচেষ্টায় দায়েশের দলকে ভেঙ্গে ফেলা হয়েছে। তবে এই সন্ত্রাসী গোষ্ঠীর ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যরা বিভিন্ন সদস্যে আত্মঘাতী হামলা চালাচ্ছে।
iqna

 

 

captcha