IQNA

মাহদাভি পরিবারের বৈশিষ্ট্যসমূহ

22:22 - March 14, 2018
সংবাদ: 2605261
যে পরিবার সর্বদা ইমাম মাহদীর আবির্ভাবের অপেক্ষায় থাকে তারা পরিবারের সবাইকে ইমাম মাহদীর আগমনের জন্য প্রস্তুত করে।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: জীবনধারার মূল হচ্ছে আল্লাহর জন্য সব কিছু করা। আর মহান আল্লাহ বলেছেন, পরস্পরের সম্মান রক্ষা করে চলবে। অতএব যারা অন্যের সম্মান রক্ষা করে না তারা আল্লাহর জন্য জীবন-যাপন করে না।

আমরা যদি একটি ভাল সমাজ গড়তে চাই তাহলে প্রথমে একটি ভাল পরিবার গঠন করতে হবে।

বর্তমানে পশ্চিমা সংস্কৃতির চাপে পরিবারগুলো তাদের অবকাঠামো হারিয়ে ফেলছে। আর এ জন্যই আমাদের উচিত পরিবারসমূহকে সঠিক পথে পরিচালনা করা এবং ইমাম মাহদী কেন্দ্রিক গড়ে তোলা। একটি ভাল পরিবারকে তার ভাল সন্তানদেরকে দেখে চেনা যায়। কেননা একটি শিশু ৭ বছর ধরে বাবা মায়ের কাছে বড় হয়। সুতরাং যদি পরিবারের পিতামাতা ভাল হয় তাহলে তাদের সন্তানরাও ভাল হবে।

তিনি বলেন: পরিবারে পিতামাতা যদি পরস্পরের সাথে মিলে মিশে চলে এবং তাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান থাকে তাহলে ঐ পরিবারের সন্তানরাও ভাল মানুষ হিসাবে গড়ে উঠবে।

যদি একটি পরিবারে স্ত্রী তার সকল দায়িত্ব ঠিকভাবে পালন করে এবং স্বামীর সম্মানকে রক্ষা করে এবং স্বামীও যদি তার দায়িত্ব ঠিক ভাব পালন করে এবং স্ত্রীর সম্মান বজায় রাখে তাহলে ঐ পরিবারের সন্তানরাও সবার প্রতি সম্মান প্রদর্শন করা শিখবে।

মাহদাভি পরিবারের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা ভবিষ্যতের প্রতি আশাবাদী থাকবে। তাদের মনে সর্বদা এই আশা বিরাজ করবে যে ইমাম মাহদী এসে পৃথিবীটাকে ন্যায়নীতি ও শান্তিতে ভরপুর করে দিবেন।

শিক্ষা ব্যবস্থা ও নৈতিক প্রশিক্ষণও ইমাম মাহদী কেন্দ্রেক হতে হবে। মাহদাভি পরিবারের সদস্যরা এমন ভাবে গুড়ে উঠবে যে তারা সর্বদা খিয়াল রাখতে কোন কাজে ইমাম মাহদী সন্তুষ্ট হন আর কোন কাজের তিনি অসন্তুষ্ট হন। সর্বদা তাদেরকে ইমাম মাহদী ও খোদার সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। শাবিস্তান

captcha